Saturday, August 23, 2025

একদিন আগেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন অস্কার ব্রুজোঁ

Date:

ইস্টবেঙ্গলের(Eastbengal) আগামী মরসুমের পরিকল্পনা নিয়ে নির্ধারিত দিনের একদিন আগেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। মঙ্গলবারই ওড়িশা থেকে শহরে ফিরেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)। এরপর আর বিশেষ দেরি করতে চায়নি লাল-হলুদ ম্যানেজমেন্ট। বুধবার দুপুরেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন কোচ অস্কার ব্রুজোঁ এবং থংবোই সিংটো। সেখানেই যে কোন কোন ফুটবলারদের ছেড়ে দেওয়া হবে তা নিয়ে কার্যত আলোচনা হয়ে গেল।

এবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের মাঝ পথ থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সুপার কাপে প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে সেখান থেকেও ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সেই সমস্ত কিছু নিয়েই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে সারলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।

আগামী মরসুমে দল গঠনের জন্য ইতিমধ্যেই একটা তালিকা প্রস্তুত করে ফেলেছেন থংবোই সিংটো। সুপার কাপ থেকে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পরই দল গঠন নিয়ে একটা বার্তা দিয়েছিলেন। সম্পূর্ণ নতুনভাবে যে দল গঠন করতে চাইছেন তিনি সেই কথা ম্যাচ শেষেই জানিয়েছিলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেইসঙ্গে বেশ কিছু ফুটবলারদের যে তারা ছেড়েও দিতে চলেছে তাও স্পষ্ট।

বুধবার ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্টের সঙ্গে সেই নিয়েই দীর্ঘ বৈঠক সারলেন অস্কার ব্রুজোঁ। তাঁর নজরেও রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। সেই নিয়েও আলোচনা হয়েছে থংবোইদের সঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version