Saturday, August 23, 2025

‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্র উদ্বোধন মুখ্যমন্ত্রীর, পরিচালক গৌতমের প্রশংসা

Date:

‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) শতবর্ষ উপলক্ষ্যে তৈরি এই তথ্যচিত্রও উদ্বোধন করেন মমতা। ছিলেন পরিচালক গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়।

৫৮ মিনিটের এই তথ্যচিত্রটিতে কিংবদন্তি খেলোয়াড় চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়-সহ ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) ১২৪ বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য। ইস্টবেঙ্গল ক্লাবের শুরুর সময় থেকে কোভিড এর  সময় পর্যন্ত সমস্ত সাফল্যের কথাও আছে এই ছবিতে। মুখ্যমন্ত্রী জানান, ”এমন তথ্যচিত্র স্মৃতিকে ধরে রাখে। ডাউন মেমোরি লেন দিয়ে সবাইকেই যেতে হয়। এই তথ্যচিত্রও সেই মাত্রাই এনে দেবে।” এই তথ্যচিত্র দুরন্ত লড়াইয়ের গল্প, দেশভাগের যন্ত্রনা ও সংগ্রামের কাহিনী তুলে ধরেছে। ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্র। আজ অনুষ্ঠানে গৌতম ঘোষকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। জনসাধারণের জন্য নন্দনে ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেখানো হবে এই সিনেমাটি।

চলতি মরশুমে কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সাফল্য পায়নি। আইএসএল-এর পয়েন্ট তালিকায় শেষ করেছে ৯ নম্বরে। কেরালার কাছে হেরে সুপার কাপ থেকেও বেরিয়ে গিয়েছে। কিন্তু সমর্থকদের উৎসাহ দিয়েছে মহিলা দল। ইন্ডিয়ান উইমেন লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। সৌম্যা-এলশাদাইরা  প্রথমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতে এদিন চ্যাম্পিয়ন দলকে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তুলে দিলেন ট্রফি ও দলের জন্য উপহার হিসেবে দিলেন ৫০ লক্ষ টাকা।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version