Saturday, August 23, 2025

১৫০ বছর পর ফিরছে ইতিহাস: হাওড়া স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মে চালু হচ্ছে লোকাল ট্রেন

Date:

Share post:

প্রায় দেড়শো বছর পর আবারও যাত্রী পরিবহণের কাজে ব্যবহৃত হতে চলেছে হাওড়া স্টেশনের ঐতিহাসিক ১৬ নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া ডিভিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে ২২ এপ্রিল এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ডিআরএম সঞ্জীব কুমার। এতদিন প্ল্যাটফর্মটি শুধুমাত্র পণ্য পরিবহণ ও স্পেশাল ট্রেনের জন্য ব্যবহৃত হলেও, এবার সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিআরএম জানান, আগামী এক-দেড় মাসের মধ্যেই প্ল্যাটফর্মটির নতুন করে নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হবে। যাত্রীসংখ্যার ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন পড়ছে অতিরিক্ত প্ল্যাটফর্মেরও। ফলে দক্ষিণ-পূর্ব রেলের ওপর চাপ কিছুটা হলেও কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

এই ঐতিহাসিক ১৬ নম্বর প্ল্যাটফর্মই ‘জিরো মাইল’ নামে পরিচিত। ১৮৫৪ সালের ১৫ আগস্ট এখান থেকেই বাংলার প্রথম ট্রেন হুগলির উদ্দেশ্যে যাত্রা করেছিল। বর্তমানে এই জায়গাটি পণ্য পরিবহণের ডেডিকেটেড লাইন হিসেবে ব্যবহৃত হয়। ডিআরএম আরও জানান, শতবর্ষপূর্তিতে হাওড়া ছাড়াও বালি, শেওড়াফুলি ও ব্যান্ডেল স্টেশনে চলছে উন্নয়নমূলক কাজ। হকার মুক্ত করা হচ্ছে চুঁচুড়া ও চন্দননগর স্টেশন এলাকা, এবং ব্যান্ডেল এলাকায় পরিত্যক্ত আবাসন ভেঙে দেওয়া হচ্ছে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে।

প্রসঙ্গত, হাওড়া স্টেশন গোটা দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। দিনে প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন এখানে। বর্তমানে প্রতিদিন ৪৫০টি লোকাল ট্রেন এবং ১০৭টি দূরপাল্লার ট্রেন চলাচল করে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালিত নতুন লোকাল ট্রেন পরিষেবাও।

আরও পড়ুন- তীব্র গরমে শ্রমিকদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...