Friday, December 19, 2025

ভারতের আত্মায় আঘাত! খুঁজে মারবে ভারত: জঙ্গি হামলা রোখার ব্যর্থতা ঢাকতে হুঙ্কার মোদির

Date:

Share post:

কাশ্মীরের(Kashmir) পহেলগামের(Pahalgam) বৈশারন ভ্যালির মতো পর্যটন কেন্দ্রে জঙ্গিরা এলো প্রায় ঘণ্টা খানেক ধরে গুলি বর্ষণ করল, কথা বলল, হুমকি দিল আবার চলে গেল- নিরাপত্তারক্ষীরা পৌঁছতেই পারল না। গোয়েন্দাদের কাছে কোনও খবরই ছিল না। আর দুদিন পরে বিহারের মধুবনির জনসভা থেকে বড় বড় আস্ফালন করছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর দাবি, পহেলগাঁওয়ের হামলাকারীরা কোনওভাবেই ছাড় পাবে না। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করা হবে। অথচ ঘটনার দুদিন কেটে যাওয়ার পরেও একজন সন্দেহভাজন জঙ্গিকেও ধরা যায়নি।

বৃহস্পতিবার মধুবনিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। জঙ্গি হামলার পরে প্রথম প্রকাশ্য সভায় মোদির(Narendra Modi) বার্তার দিকে নজর ছিল সবার। সভার শুরুতেই পহেলগাঁওয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও(Pahalgam) হামলা নিয়ে বলেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” প্রধানমন্ত্রীর কথায়,”যেভাবে হামলা হয়েছে, মারা হয়েছে, তাতে সারাদেশ ব্যথিত। কোটি কোটি দেশবাসী আজ দুঃখে আছে। যাঁদের চিকিৎসা চলছে, তাঁরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তার চেষ্টা সরকার করছে। এই সন্ত্রাসবাদী হামলায় কেউ ছেলে, কেউ ভাই, কেউ জীবনসঙ্গী হারিয়েছেন। তাঁদের মধ্যে কেউ বাংলা বলতেন, কেউ কানাড়া, কেউ ওড়িয়া। কেউ ছিলেন মারাঠি, কেউ গুজরাতি তো কেউ বিহারের। ওঁদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী দুঃখ ও আক্রোশ একরকম।”

প্রধানমন্ত্রীর কথায়, সন্ত্রাস মেনে নেবে না ভারত। ১৪০ কোটি দেশবাসী নিহতদের পরিবারের পাশে আছে। মোদি বলেন, “এই হামলা শুধু পর্যটকদের উপর হামলা নয়, দেশের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা। এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না।”

কোনও দেশের নাম না করতেও বিশ্ব বার্তা দিতে ইংরেজিতে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিরা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক, তাঁদের খুঁজে বের করে মারবে ভারত। যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বা আড়াল থেকে মদত দিচ্ছে- তারাও ছাড় পাবে না। ওদের যেটুকু জমি বাকি আছে, সেটুকুও গুঁড়িয়ে দেওয়া হবে।”

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...