Monday, November 10, 2025

চব্বিশ বছর আগের মামলায় মেধা পাটেকরকে গ্রেফতার দিল্লি পুলিশের

Date:

প্রায় দু যুগ আগের এক মানহানির মামলায় এবার সমাজকর্মী মেধা পাটেকরকে (Indian Social Activist Medha Patkar) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উপ-রাজ্যপালের মানহানির দায়ে গ্রেফতার হয়েছেন পরিবেশকর্মী। পাশাপাশি মেধাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। প্রভিশন বন্ড জমা না দেওয়ার কারণে বুধবারই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই নির্দেশেই শুক্রবার দিল্লি পুলিশ সমাজকর্মীকে গ্রেফতার করে আদালতে পেশ করে।

আজ থেকে প্রায় বছর ২৪ আগে গুজরাটে নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে বিজ্ঞাপন প্রকাশের জন্য দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার (Vinay Kumar Saxena) বিরুদ্ধে মামলা করেছিলেন মেধা। ২০০১ সালে জানুয়ারিতে সমাজকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাক্সেনা। ২০০০ সালে বিনয় কুমার আমেদাবাদ ভিত্তিক এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজের (NCCL ) প্রধান ছিলেন। একটি টিভি চ্যানেলে তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি হাওয়ালা লেনদেনা সাক্সেনার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন মেধা। সমাজকর্মীর এই মন্তব্যের বিরোধিতা করে মেধার ‘মিথ্যে’ দাবিতে তাঁর সম্মানহানি হয়েছে বলে আদালতের দ্বারস্থ হন দিল্লির উপ রাজ্যপাল। গত বছরের জুলাইতে লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে রায় দেয় দিল্লির সাকেট আদালত। এরপর পাঁচ মাসের জেল হেফাজতের পাশাপাশি দশ লক্ষ টাকা জরিমানা করা হয় মেধার। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আদালতের শর্ত না মানার অভিযোগে ২৩ এপ্রিল মেধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা জজ বিশাল সিং। অবশেষে আজ শুক্রবার বিশিষ্ট সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version