Friday, November 14, 2025

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, সর্বোচ্চ চাহিদা মিটিয়ে রেকর্ড রাজ্যের

Date:

হাঁসফাঁস গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা লাফিয়ে বাড়ছে। রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটায় রাজ্য বিদ্যুৎ (Electricity) বণ্টন সংস্থার অধীনে থাকা এলাকায় বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৯০ মেগাওয়াটে পৌঁছে যায়। চলতি মরসুমে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলে বিদ্যুৎ দফতরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে।

সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২ হাজার ৫০৭ মেগাওয়াট। বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সপ্তাহে দু-বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

গত বছর ১৬ জুন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ১০ হাজার ৫০৭ মেগাওয়াট। যা স্বাধীনতা পরবর্তীকালে সর্বাধিক। তবে চলতি বছর এপ্রিলেই সেই রেকর্ড ছোঁয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ দফতরের মতে, এপ্রিলেই যখন চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়াচ্ছে, তখন মে-জুনে তা ১১ হাজার ছুঁয়ে যেতে পারে। তবু এখনও পর্যন্ত সরবরাহে কোনও ঘাটতি নেই। বিদ্যুতের এই বেড়ে চলা চাহিদা সামলাতে রাজ্য সরকার সক্রিয়। বিদ্যুৎ সচিব ও দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সপ্তাহে দু’বার বৈঠক করছেন বিদ্যুৎমন্ত্রী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (Electricity) সরবরাহ বজায় রাখাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলার লোড ম্যানেজমেন্টে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে ওভারলোডিং বা বিচ্ছিন্নতা না ঘটে, তা নিয়মিত মনিটর করা হচ্ছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version