Saturday, August 23, 2025

পর্যটক হামলার মূল অভিযুক্ত আসিফ- আদিলের বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ!

Date:

পহেলগামে পর্যটকদের উপর হামলার মূল অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি আসিফ শেখের (Asif Sheikh) বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশনের (Search Operation) সময় পুলওয়ামা জেলার ত্রালের মোঙ্গামা এলাকায় বিস্ফোরণে জঙ্গি আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান। বৃহস্পতিবার রাতে আসিফের বাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি বিস্ফোরক দেখতে পান সার্চ অপারেশন টিমের সদস্যরা। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতেই একের পর এক বোমা ফাটার শব্দ শোনা যায়। হতাহতের কোনও খবর নেই। পাশাপাশি, পহেলগামে হামলাকারীদের পথ দেখিয়েছিল জঙ্গি আদিল ঠোকর। তার বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে।লস্কর (Lashkar E Taiba) জঙ্গিদের বাড়িতে এই বিস্ফোরণ নিয়ে নিরাপত্তা বাহিনীর তরফে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই তৎপরতা লক্ষ্য করা গেছে প্রতিবেশী রাষ্ট্রে। মধ্যরাত থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে (LOC) ভারতীয় চেকপোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানি ফৌজ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এর মাঝেই, পর্যটক হামলার মূল অভিযুক্ত পাঁচজনের মধ্যে লস্কর-ই-তইবার পানীয় কমান্ডার আসিফের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অসমর্থিত সূত্রের খবর ওই বাড়িতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলো নষ্ট করার জন্যই কি বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি এটাই ভারতীয় সেনার পাল্টা জবাবের প্রথম ধাপ, বাড়ছে জল্পনা। জঙ্গি আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে। পহেলগামে ভয়াবহ হামলার জড়িত জঙ্গিদের সংখ্যা পাঁচ থেকে সাতজনের মধ্যে হতে পারে। এই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে দুজন স্থানীয় জঙ্গি তারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গি হামলায় জড়িত বলে সন্দেহ করা তিন জঙ্গির স্কেচও প্রকাশ করেছে। তিনজনই পাকিস্তানি- আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোড নাম ছিল – মুসা, ইউনুস এবং আসিফ।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version