আরশাদ নাদিমের আসার প্রশ্নই নেইঃ বিবৃতি প্রকাশ করে জবাব নীরজ চোপড়ার

আরশাদ নাদদিমকে এনসি ক্লাসিক(NC Classic) ইভেন্টে আমন্ত্রণ করা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। কাশ্মীরে এমন ঘটনা হওয়ার আগেই আমন্ত্রণ করেছিলেন তিনি। তবে এই পরিস্থিতিতে আরশাদ নাদিম(Arshad Nadeem) যে আসবেন না সেই কথাও এবার জানালেন ভারতের হয়ে অলিম্পিকে(Olympics) দুবার পদকজয়ী অ্যাথলিট। কাশ্মীর ঘটনা হওয়ার পরই নীরজ চোপড়াকে নিশানা করতে শুরু করেছিলেন নেটিজেনরা। বিশেষ করে আরশাদ নাদিমকে অমন্ত্রণ করা প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় নানান বিদ্রুপও শুনতে হচ্ছিল তাঁকে। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন নীরজ চোপড়া।

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নীরজ চোপড়া। সেখানেই তিনি জানিয়েছেন, “আমি সবসময়ই কথা কমই বলি। কিন্তু তার মানে কখনোই এমনটা নয় যে কোনও কিছু ভুল হলে আমি মুখ বুজে থাকব। বিশেষ করে যনখন দেশের প্রতি আমার ভালবাসা নিয়ে প্রশ্ন ওঠে। সবথেকে বেশি কথা উঠছে আরশাদ নাদিমকে আমন্ত্রণ করা নিয়ে। সেখানে নানান খারাপ কথা ও বিদ্রূপের স্বাক্ষী থাকছি আমি। এমনকি আমার পরিবারকেও ছাড়েনি তারা। এই আমন্ত্রণটা একজন অ্যাথলিটের তরফ থেকে আরেকজন অ্যাথলিটের জন্য ছিল। আর এই আমন্ত্রণটা সমস্ত অ্যাথলিটদের কাছে গত সোমবার গিয়েছিল, অর্থাত্ এই ঘটনার দুদিন আগে”।

তিনি আরও জানিয়েছেন, “এখন আরশাদের এখানে আশার কোনও প্রশ্নই ওঠে না। আমার কাছথে আমার দেশের স্বার্থ সবার আগে”।

কাশ্মীরের ভয়াবহ ঘটনা হওয়ার পর থেকেই এখন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। সেই মুহূর্তে দাঁড়িয়ে নীরজ চোপড়ার(Neeraj Chopra) এই ঘটনায় সকলেই তাঁকে নিশানা করেছিলেন। তাঁর পরিবারের প্রতিও নানান খারাপ মন্তব্য করেছে সকলে। অবশেষে সেই নিয়েই মুখ খুলতে বাধ্য হলেন নীরজ চোপড়া।