Thursday, August 21, 2025

একটাই বয়ান। তা নিয়ে চলছে মিথ্যা রটনা। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই বয়ান পোস্ট করা হচ্ছে। এই বয়ান ও প্রচারের কৌশল দেখে বাচ্চা ছেলেও বুঝবে এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।

পহেলগাঁওয়ে(Pahalgam) জঙ্গি নাশকতার হৃদয়বিদারক ঘটনাকে নিয়ে যে বা যারা গুজব(Rumors) রটাচ্ছে বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের মানসিকতা এবং সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারা এসব করছে? এরা কি মানুষকে গাধা ভাবে? মানুষ কিছুই বুঝতে পারে না! কী উদ্দেশে এইসব বিকৃত মানসিকতার লোকেরা মিথ্যা রটনা ও গুজব ছড়াচ্ছে? অধিকাংশ ফেক অ্যাকাউন্ট থেকে এই নোংরা খেলায় নেমেছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাওয়া এক শ্রেণির মানুষ। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই বয়ানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট করা প্ররোচনামূলক বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে সমাজ মাধ্যমে গর্জে উঠেছে তৃণমূল। সমাজে বিভেদ সৃষ্টিকারী এই ধরনের পোস্ট বর্জন করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের(TCM) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। গর্জে উঠেছেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যও(Debanshu Bhattachariya)।

জম্মু ও কাশ্মীরের(Jammu & Kashmir) পহেলগাঁওয়ে(Pahalgam) পর্যটকদের উপর জঙ্গি নাশকতার পিছনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও নিরাপত্তার গাফিলতি ছিল, তা প্রমাণিত। কেন্দ্রের পক্ষ থেকে তা শিকার করে নেওয়া হয়েছে। স্পষ্ট হয়ে গিয়েছে সেখানে কোনওরকম ধর্মীয় ভেদাভেদ করে নাশকতা চালানো হয়নি। একশ্রেণির সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের প্রচার চালানো হয়েছে। একইভাবে সমাজমাধ্যমেও নানাভাবে হিংসা ছড়ানোর প্ররোচনা দেওয়া হচ্ছে। এই একই বয়ানে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক প্রচার তারই নামান্তর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) আশঙ্কা করেছেন, এদের রটনায় পহেলগাঁওতে মৃতের সংখ্যা বেড়ে না যায়! কারণ সবাই পোস্ট করছেন, আমার পাড়ার একজন পহেলগাঁওয়ে হানিমুনে গিয়ে নিহত হয়েছেন। তা নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্যও। উদ্দেশ্যপ্রণোদিত ওই পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, সবার পাড়া থেকে একই ব্যক্তি হানিমুনে গিয়েছিলেন। এদের সবারই ‘একই বৃন্তে’ কবিতায় আপত্তি। সবার জায়গায় আপনি থাকতে পারতেন। তাহলে কি সবার অ্যাড্রেস এক! বুঝুন, কী ধরনের ষড়যন্ত্র এরা রচনা করেছে এলাকায় এলাকায় উত্তাপ ছড়াতে।

একই বয়ানে মিথ্যা রটনা। অর্থাৎ একই কথা বা বয়ান ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী একই ধরনের মিথ্যা কথা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষের মধ্যে ভুল ধারণা তৈরির চক্রান্ত করছে। এটি একটি প্রতারণামূলক কৌশল, যা ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কোনও উদ্দেশ্য হাসিল করার খেলায় নেমেছে, তা বুঝতে আর বাকি নেই‌। যথা সময়ে মানুষ এদের যোগ্য জবাব দেবে।

Related articles

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...
Exit mobile version