Thursday, May 15, 2025

ভেঙ্কটেশের ব্যর্থতার কারণ দর্শালেন প্রাক্তন ভারতীয় পেসার

Date:

Share post:

পাঁচ ম্যাচে হার। শনিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। সেই ম্যাচে নামার আগেই ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer) নিয়ে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংয়ের(RP Singh)। এবারের কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামী ক্রিকেটারের ট্যাগ রয়েছে ভেঙ্কটেশের গায়ে। আর সেটাই তাঁর ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসাবে দেখছেন এই প্রাক্তন ভারতীয় পেসার। ভেঙ্কটেশকে(Venkatesh Iyer) কয়েকটি ম্যাচের জন্য দলে না রাখারও পরামর্শ দিচ্ছেন আরপি সিং।

এবারের নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু গতবারের পারফরম্যান্সের ঝলক দেখা যাচ্ছে না তাঁর থেকে। বরং প্রতি ম্যাচেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। আরপি সিংয়ের(RP Singh) মতে এবার যে দাম পেয়েছেন ভেঙ্কটেশ, সেটাই নাকি তাঁর ওপর বাড়তি চাপ হচ্ছে। আর সেই প্রভাবটাই পড়ছে এই ক্রিকেটারের ওপর। পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে ভেঙ্কটেশকে না খেলানোরই বার্তা দিচ্ছেন আরপি সিং।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই প্রশ্নটা সত্যিই খুব কঠিন। কারণ কোনও ক্রিকেটারকে যখন এমন একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে নেওয়া হচ্ছে সেই সময় তাঁর মধ্যে একটা মনোভাব কাজ করতেই পারে যে হয় তিনি দলের প্রধান ক্রিকেটার কিংবা তাঁকে অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে। কিন্তু এখানে তেমনটা কিছুই হয়নি। আমার মনে হচ্ছে নিলামের সময় কেকেআরের তরফ থেকে কোনওরকম মিস জাজমেন্ট হয়েছে”।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। সেখানেই ৮ ম্যাচ খেলে ভেঙ্কটেশ আইয়ারের রান মাত্র ১৩৫। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩৯ এবং গড় ২২.৫। পঞ্জাবের বিরুদ্ধে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। সেখানেই ভেঙ্কটেশ আইয়ারও ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

spot_img

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...