Tuesday, August 12, 2025

ভারত ছাড়লেন ৫৩৭ পাকিস্তানি, সন্তানদের ছেড়ে চোখের জল ভারতীয় মায়েদের

Date:

Share post:

পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার ডেড লাইন শেষ হয়েছে রবিবারই। বন্ধ হয়ে গিয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে যাতায়াত। দেশের বিভিন্ন রাজ্যে এমনকি রাজধানী দিল্লিতেও (Delhi) ব্যাপক সংখ্যায় পাকিস্তানি (Pakistani) নাগরিক এখনও রয়ে গিয়েছে বলে দাবী কেন্দ্রের রিপোর্টে। তবে কেন্দ্রের তড়িঘড়ি নির্দেশে বহু ভারতীয় মহিলা, যাঁদের পাকিস্তানে বিয়ে হয়েছিল, তাঁদের সন্তানদের পাসপোর্ট (passport) পাকিস্তানের হওয়ায় আলাদা হয়ে গেলেন সেই মা ও সন্তানেরা। রবিবার দিনভর ভারত-পাক সীমান্তে এমনই ছবি ধরা পরল।

রবিবার পর্যন্ত ভারত-পাক সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন ৫৩৭ পাকিস্তানি নাগরিক। যার মধ্যে ৯ জন কূটনীতিক ও আধিকারিক রয়েছেন। উল্টোদিকে পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন ৮৫০ জন, যার মধ্যে ১৪ জন কূটনীতিক (diplomat) ও আধিকারিক রয়েছেন। যদিও বিমানে সীমান্ত পারাপারের হিসাব এর মধ্যে নেই। যাদের মেডিকেল ভিসা (visa) রয়েছে, সেইসব পাকিস্তানি নাগরিকরা ২৯ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার সুযোগ পাবেন।

গত দুদিন ধরে ভারত-পাক সীমান্তে তড়িঘড়ি দেশ ছাড়ার ছবিটা প্রবল আকার ধারণ করে। উত্তর প্রদেশের মিরাটের সানা দুই সন্তানকে নিয়ে পাকিস্তানের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আসেন। তাঁর ভারতীয় পাসপোর্ট (passport) থাকায় তাঁকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে তাঁর তিন বছরের ছেলে ও এক বছরের মেয়ের পাকিস্তানের পাসপোর্ট থাকায় তাঁদের ভারতে থাকতে দেওয়া হয়নি। সানা বিবাহ সূত্রে পাকিস্তানের বধূ। কিন্তু তাঁর সন্তানরা পাকিস্তানে চলে গেলেও তিনি যেতে পারলেন না।

তবে শুধু সানাই নয়। রবিবার দিনভর এরকম ছবি অনেক দেখা যায় ভারত-পাক সীমান্তে। সেখানে পাকিস্তানে বিয়ে হওয়া ভারতীয় মহিলারা পাসপোর্ট (passport) সমস্যায় আটকে গিয়ে পাকিস্তান ফিরে যেতে পারেননি। অথচ তাঁদের পরিবার ফিরে গিয়েছে প্রতিবেশী দেশে।

অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) রিপোর্ট অনুযায়ী রাজধানী দিল্লিতে থেকে গিয়েছেন পাঁচ হাজার পাকিস্তানি নাগরিক। সেই তালিকা দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)। এর মধ্যে দীর্ঘমেয়াদী ভিসা (visa) যাদের রয়েছে, তাদের নামও অন্তর্ভুক্ত করা রয়েছে। শনিবার থেকেই গুজরাট মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল। রাজধানীর তালিকা হাতে পাওয়ার পর দিল্লি পুলিশও সেই পথে নামবে, ইঙ্গিত স্বরাষ্ট্র মন্ত্রকের।

spot_img

Related articles

আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার ১৮ অগস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)...

ট্রাম্পের ট্যারিফে কী পর্যায়ে ভারতের বাণিজ্যচুক্তি? অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ধাক্কা...

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের...

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

বছর দুয়েক আগে 'পাঠান' বা 'জওয়ান' দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার...