Friday, November 28, 2025

ভারত ছাড়লেন ৫৩৭ পাকিস্তানি, সন্তানদের ছেড়ে চোখের জল ভারতীয় মায়েদের

Date:

Share post:

পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার ডেড লাইন শেষ হয়েছে রবিবারই। বন্ধ হয়ে গিয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে যাতায়াত। দেশের বিভিন্ন রাজ্যে এমনকি রাজধানী দিল্লিতেও (Delhi) ব্যাপক সংখ্যায় পাকিস্তানি (Pakistani) নাগরিক এখনও রয়ে গিয়েছে বলে দাবী কেন্দ্রের রিপোর্টে। তবে কেন্দ্রের তড়িঘড়ি নির্দেশে বহু ভারতীয় মহিলা, যাঁদের পাকিস্তানে বিয়ে হয়েছিল, তাঁদের সন্তানদের পাসপোর্ট (passport) পাকিস্তানের হওয়ায় আলাদা হয়ে গেলেন সেই মা ও সন্তানেরা। রবিবার দিনভর ভারত-পাক সীমান্তে এমনই ছবি ধরা পরল।

রবিবার পর্যন্ত ভারত-পাক সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন ৫৩৭ পাকিস্তানি নাগরিক। যার মধ্যে ৯ জন কূটনীতিক ও আধিকারিক রয়েছেন। উল্টোদিকে পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন ৮৫০ জন, যার মধ্যে ১৪ জন কূটনীতিক (diplomat) ও আধিকারিক রয়েছেন। যদিও বিমানে সীমান্ত পারাপারের হিসাব এর মধ্যে নেই। যাদের মেডিকেল ভিসা (visa) রয়েছে, সেইসব পাকিস্তানি নাগরিকরা ২৯ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার সুযোগ পাবেন।

গত দুদিন ধরে ভারত-পাক সীমান্তে তড়িঘড়ি দেশ ছাড়ার ছবিটা প্রবল আকার ধারণ করে। উত্তর প্রদেশের মিরাটের সানা দুই সন্তানকে নিয়ে পাকিস্তানের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আসেন। তাঁর ভারতীয় পাসপোর্ট (passport) থাকায় তাঁকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে তাঁর তিন বছরের ছেলে ও এক বছরের মেয়ের পাকিস্তানের পাসপোর্ট থাকায় তাঁদের ভারতে থাকতে দেওয়া হয়নি। সানা বিবাহ সূত্রে পাকিস্তানের বধূ। কিন্তু তাঁর সন্তানরা পাকিস্তানে চলে গেলেও তিনি যেতে পারলেন না।

তবে শুধু সানাই নয়। রবিবার দিনভর এরকম ছবি অনেক দেখা যায় ভারত-পাক সীমান্তে। সেখানে পাকিস্তানে বিয়ে হওয়া ভারতীয় মহিলারা পাসপোর্ট (passport) সমস্যায় আটকে গিয়ে পাকিস্তান ফিরে যেতে পারেননি। অথচ তাঁদের পরিবার ফিরে গিয়েছে প্রতিবেশী দেশে।

অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) রিপোর্ট অনুযায়ী রাজধানী দিল্লিতে থেকে গিয়েছেন পাঁচ হাজার পাকিস্তানি নাগরিক। সেই তালিকা দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)। এর মধ্যে দীর্ঘমেয়াদী ভিসা (visa) যাদের রয়েছে, তাদের নামও অন্তর্ভুক্ত করা রয়েছে। শনিবার থেকেই গুজরাট মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল। রাজধানীর তালিকা হাতে পাওয়ার পর দিল্লি পুলিশও সেই পথে নামবে, ইঙ্গিত স্বরাষ্ট্র মন্ত্রকের।

spot_img

Related articles

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...