পহেলগামে নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের খুন করার পরে জঙ্গিতে নিশানায় সমাজকর্মী(Social Activist)! শনিবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারার কান্দি খাস এলাকায় হামলা চালানো সন্ত্রাসবাদীরা (Kupwara terrorist attack)। গুলাম রসুল মাগরে (৪৫) নামের এক সমাজকর্মীর বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। তলপেটে ও বাম হাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে হান্দওয়ারার জিএমসি হাসপাতালে (GMC Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

কাশ্মীরে যেভাবে জঙ্গিদের হামলার ঘটনা বেড়েই চলেছে তাতে আতঙ্কিত ভূস্বর্গের সাধারণ মানুষ, প্রশ্নের মুখে নিরাপত্তা। গত ২২ এপ্রিল পর্যটকদের উপর হামলার পর থেকে একের পর এক লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন্দ্রের শান্ত কাশ্মীরের দাবিতে উড়িয়ে ইতিমধ্যেই ভূস্বর্গের বিভিন্ন জায়গায় জঙ্গি দৌরাত্ম্যের কথা বলেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় শনিবার রাতে সমাজকর্মী রসুনের বাড়িতে অতর্কিত হামলার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি বেছে বেছে হিন্দু পর্যটক খুনের পর বাড়িতে ঢুকে সমাজকর্মীকে গুলি করার মধ্য দিয়ে বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছে আতঙ্কবাদীরা? ঘটনার খবর পাওয়া মাত্রই কুপওয়ারার কান্দি খাস এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তা বাহিনী।

–

–

–

–

–

–

–

–

–

–

–
