উচ্চমাধ্যমিকে পাস করতে কোন বিষয় ৩০ শতাংশ নম্বর, বিজ্ঞপ্তি জারি সংসদের

ইলেকটিভ (elective) এবং অপশনাল (optional) এই চার বিষয়ে কত নম্বর পেলে উত্তীর্ণ হবে পরীক্ষার্থী তাও স্পষ্ট করা হল। চারটি পরীক্ষার মধ্যে তিনটিতে ৩০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক

উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পাশের মাপকাঠি কি, তা নিয়ে সব দ্বন্দ্ব স্পষ্ট করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সংসদের তরফে বিজ্ঞপ্তি (notification) জারি করে জানানো হল, আবশ্যিক (compulsory) ছাড়া বাকি চার বিষয়ের মধ্যে তিন বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেলে তবে উত্তীর্ণ বলে গণ্য হবে পরীক্ষার্থী।

সংসদের নিয়ম অনুযায়ী, ভাষার পরীক্ষাগুলি অর্থাৎ কম্পালসারি (compulsory) বিষয়ে ৩০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক। এখানে কোনও ছাড়ের অবকাশ নেই। সেই সঙ্গে ইলেকটিভ (elective) এবং অপশনাল (optional) এই চার বিষয়ে কত নম্বর পেলে উত্তীর্ণ হবে পরীক্ষার্থী তাও স্পষ্ট করা হল। চারটি পরীক্ষার মধ্যে তিনটিতে ৩০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক, জানানো হল বিজ্ঞপ্তিতে।

চলতি বছরে এই সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে নতুন পাঠক্রমে সেমেস্টার (semester) সিস্টেমে সমস্যায় পড়তেন পরীক্ষার্থীরা। সেমেস্টার ব্যবস্থার আগেই দ্বন্দ্ব কাটালো সংসদ (WBCHSE)। জানানো হল সেমেস্টার সিস্টেমেও পাঁচ বিষয়ে ৩০ শতাংশ নম্বর আবশ্যক। সেক্ষেত্রে প্রথমত ও তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পাস না করলে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। নতুন ব্যবস্থায় তৃতীয় ও চতুর্থ সেমেস্টারকেই (semester) উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হিসেবে ধরে নেওয়া হচ্ছে।