হেফাজত বাড়ল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানার। সোমবার আরও ১২ দিন এনআইএ হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিৎ সিং। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এনআইএ আধিকারিকদের উপস্থিতিতে একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন রানা। প্রতিদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতে আবেদন করেছিল রানা। এনআইএ-র দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। এনআইএ-র আপত্তিতে সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

রানার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, জালিয়াতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগে মামলা রয়েছে। তবে আদালত মনে করিয়েছে, রানাকে শুধুমাত্র সেই অপরাধগুলির জন্যই বিচারের মুখোমুখি করা যাবে, যেগুলি ভারত ও আমেরিকার প্রত্যর্পণ চুক্তিতে অনুমোদিত।

রানা আমেরিকার হাতে আসার ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

আরও পড়ুন – অশ্লীলতার অভিযোগ! নেটফ্লিক্স-সহ একাধিক ওটিটি সংস্থা ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

_

_

_

_

_
_
_
_

