Wednesday, November 12, 2025

সমর্থন নেই, হাজরা মোড়ে পুলিশের ধস্তাধস্তি করেই রণে ভঙ্গ তালিকায় নাম না-থাকাদের

Date:

ওএমআরে গলদ। তালিকায় নাম নেই। এখন দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসির চাকরিহারারা। ঘোষিত কর্মসূচিতে দিঘায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও সোমবার তাঁর হস্তক্ষেপ চেয়ে হাজরা মোড়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাড়ির সামনেও অবস্থানের পরে এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দেন তালিকার নাম না থাকা শিক্ষকরা। যতীন দাস পার্কের কাছে হাজরা মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশের গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।

এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে যাঁদের ওএমআর শিট নিয়ে সমস্যা নেই তাঁদের ফের কাজে যোগ দিতে বলেছে শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা কাজের সুযোগ এবং বেতন পাবেন। কিন্তু ওএমআরে গন্ডগোল থাকায় বেশ কিছুজনের নাম বাদ পড়েছে। তাঁরাই এখন চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও এসএসসি নতুন যে তালিকা ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই তাঁদের। বাদ পড়েছে ১৮০৩ জনের। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন।” তাঁরা এই বিষয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন।

কারও চাকরি যাক চান না মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য। সেই মামলার নিষ্পত্তি নেওয়া পর্যন্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে তাঁদের আন্দোলনে যে সমর্থন নেই, সেটা বুঝতে পেরেই শুধু অশান্তি সৃষ্টি করে রণে ভঙ্গ দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন- বড় পদক্ষেপ রাজ্যের! ৭৪৪টি উপস্বাস্থ্য কেন্দ্র উন্নীত হচ্ছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version