Sunday, August 24, 2025

পোপ ফ্রান্সিসের উত্তরসূরী নির্বাচনে ৭ মে থেকে কনফ্লেভ শুরুর ঘোষণা ভ্যাটিকানে 

Date:

প্রয়াত পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরুর তারিখ ঘোষণা হল ভ্যাটিকানে (Vatican)। গত ২৮ এপ্রিল (সোমবার) রোমে ক্যাথলিক কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে (Catholic cardinals meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৭ মে (বুধবার) থেকে কনক্লেভ আয়োজিত হবে । সারা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এতে অংশ নেবেন এবং তাঁদের মতামত জানাবেন। এই ভোটের ভিত্তিতেই ১.৪ বিলিয়ন সদস্যের চার্চের পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণ করা হবে।

১৬ শতকের সিস্টিন চ্যাপেল সোমবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখানেই কনক্লেভ সংক্রান্ত বৈঠক হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি (Matteo Bruni) জানিয়েছেন, কার্ডিনালরা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় (St Peter’s Basilica) একটি প্রার্থনায় অংশ নেবেন, এরপর যাঁরা ভোটার বলে গণ্য হবেন তাঁদের সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালট (Secret Ballot) প্রক্রিয়ায় সামিল হতে হবে। সোমবার বৈঠকে কার্ডিনাল সংক্রান্ত একাধিক বিষয়ের আলোচিত হয়। পোপ ফ্রান্সিস মায়ানমার, হাইতি এবং রুয়ান্ডার মতো এমন স্থান থেকে কার্ডিনাল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন যেখানে কখনও কার্ডিনাল ছিলেন না। সোমবার সুইডিশ কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস (Swedish Cardinal Anders Arborelius) বলেন যে, প্রয়োজনে এই কনক্লেভ আরও বেশি সময় নিতে পারে তাতে একে অন্যকে বুঝতে সুবিধা হবে। কারণ পোপ ফ্রান্সিসের নিয়োগ করা অনেক কার্ডিনাল আগে কখনও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সেক্ষেত্রে কোন তাড়াহুড়োর প্রয়োজন নেই বলেই মত প্রকাশ করেন অ্যান্ডার্স। প্রাথমিকভাবে মে মাসের ৬ তারিখ থেকে কনক্লেভ শুরুর চিন্তাভাবনা থাকলেও, ভোটের আগে কার্ডিনালরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একদিন অতিরিক্ত সময় হাতে রেখেছেন বলে মনে করা হচ্ছে।

 

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version