Friday, December 26, 2025

নারিন, বরুণের হাত ধরেই জয়ের রাস্তায় নাইট রাইডার্স

Date:

Share post:

সেই স্পিনারদের হাত ধরেই অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স(KKR)। নারিন(Sunil Narine), বরুণের(Varun Chakravarthy) দাপুটে বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ১৪ রানে জিতল অজিঙ্ক রাহানের দল। তবে ম্যাচ জিতলেও বেশ কয়েকটা জায়গা নিয়ে কিন্তু নাইটদের অস্বস্তি এখনও রয়েই গিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম থেকে হর্ষিত রানার খারাপ বোলিং। জয়ে ফিরলেও এই কয়েকটি জায়গা নাইট(kkr) শিবিরকে অবশ্যই ভাবাবে। এদিন দিল্লির বিরুদ্ধে নাইটদের মাস্ট উইন ম্যাচ ছিল। সেই ম্যাচে ১৪ রানে জিতে প্লে অফের আশা এখনও খানিকটা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রহমনুল্লা গুরবাজ এবং নারিন(Sunil Narine) শুরুটা ভালভাবে করলেও, বড় রান করতে পারেননি তারা। অজিঙ্ক রাহানেও(Ajinkya Rahane) এদিন ফেরেন ২৬ রানে। নাইট রাইডার্সের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান করেন অঙ্গক্রিস রঘুবংশী। ভেঙ্কটেশ আইয়ার আবারও ব্যর্থ। তিনি সাত রানেই সাজঘরে ফেরেন।

রিঙ্কু সিংয়ের ২৫ বলে ৩৬ রানের ইনিংস এবং রাসেলের ৯ বলে ১৭ রানের ঝোরো ইনিংসে ভর করে শেষপর্যন্ত ২০৪ রান করে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ শিবিরে কেএল রাহুলের(KL Rahul) মতো নাম রয়েছে। লড়াইটা যে সহজ হবে না তা বেশ ভালভাবেই জানত নাইট শিবির। অন্তত ডুপ্লেসি যতক্ষণ ছিল, ততক্ষণ তো ম্যাচ দিল্লির হাতেই ছিল। সেখানেই বাজিমাত নারিনের। ৬২ রানে ডুপ্লেসিকে সাজঘরে ফেরান তিনি।

আরেকজন বড় রানের পথে থাকা অক্ষর পটেলও তাঁরই শিকার। নারিন(Sunil Narine) নেন ৩ উইকেট। এরপর এক ওভারে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) ফেরান আশুতোষ শর্মা এবং মিচেল স্টার্ককে। সেই সময়ই নাইট রাইডার্সের জয়টাও পাকা হয়ে যায়।

spot_img

Related articles

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...