Friday, May 23, 2025

শক্তিশালী গোয়াকে রুখতে প্রস্তুত সবুজ-মেরুন বাহিনী

Date:

Share post:

সুপার কাপ জয়ের লক্ষ্যে এখন বিভোর মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। তবে সেই পথটা যে বেশ কঠিন তাও বেশ ভালোভাবেই বুঝতে পারছেন মোহনবাগান কোচ থেকে ফুটবলাররা। বুধবার সেমিফাইনালের(SemiFinal) লড়াইয়ে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। কেরালার থেকে যে এই গোয়া অনেকটাই শক্তিশালী প্রতিপক্ষ তা ম্যাচের আগের দিনও মেনে নিচ্ছেন কোচ বাস্তব রায়(Bastab Roy)। যদিও তা নিয়ে বিশেষ চাপ নিচ্ছে না মোহনবাগান শিবির। দলের ফুটবলারদের চাপমুক্ত থাকারই নির্দেশ সবুজ-মেরুন কোচের।

সুপার কাপের(Super Cup) দলে তারুণ্যের আধিক্য। কয়েকজনই সিনিয়র ফুটবলাররা রয়েছেন সেখানে। সুপার কাপে যাত্রা শুরুর আগে কম্বিনেশনটা নিয়েই একটু চিন্তায় ছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে কেরালা ম্যাচেই সেই সমস্যা যে নেই তার বার্তা পাওয়া গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে এই ম্যাচেও কেরালার বিরদ্ধে নামানো প্রথম একাদশই থাকতে চলেছে মোহনবাগানের(MBSG)। ফুটবলারদের চাপমুক্ত থাকারই বার্তা দিচ্ছেন মোহন কোচ।

ম্যাচেক আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বাস্তব রায়(Bastab Roy) জানান, “গত ম্যাচে আমরা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতেছিলাম। সেই দলেও চারজন বিদেশি ফুটবলাররা ছিলেন। তবে এটা মানতেই হবে যে গোয়া কেরালার থেকে অনেকটাই শক্তিশালী দল। তবে আমরা সেসব নিয়ে খুব একটা বেশি ভাবছি না। ফুটবলারদের চাপমুক্ত থাকার পরামর্শই দিয়েছি বারবার”।

প্রতিপক্ষকে সমীহ করলেও একেবারেই ভয় পাচ্ছে না মোহনবাগান(MBSG) ব্রিগেড। গোয়ার ম্যাচ দেখেই টেকনিক্যাল ট্রেনিং করে নিজেদের প্রস্তুত করেছিল মোহনবাগান বাহিনী। এদিনের ট্রেনিং সেশনেও গোটা দলকে ভালভাবে দেখে নিয়েছেন বাস্তব রায়(Bastab Roy) ও ডেগি কার্ডোজোরা(Deggie Cardozo)। নুনো রেইজ থেকে সাহাল, সুহেল ভাটরা দুরন্ত ফর্মে রয়েছেন। এই ম্যাচেও যে সেটাই ভরসা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

বাস্তব রায়ের সুরেই এদিন কথা বলেছেন আশিক কুরুনিয়ানও। জুনিয়র ফুটবলারদের সঙ্গে তাদের কম্বিনেশনও ভালই প্রস্তুত হয়েছে। গোয়া এফসির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কুরুনিয়ানও।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...