উদ্বোধনের আগেই ঐতিহ্য! দিঘার জগন্নাথ মন্দিরে উড়ল মহাধ্বজ

দ্বারোদ্ঘাটনের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের চূড়ায় উড়ল মহাধ্বজ। পুরীর আদলে নির্মিত এই সুউচ্চ মন্দিরে ধ্বজা স্থাপনের জন্য বিশেষভাবে পুরীর জগন্নাথ মন্দির থেকে এসেছিলেন তিনজন দক্ষ কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ধ্বজা গ্রহণ করে তাঁরা নিপুণ কৌশলে মন্দির চূড়ায় সেটি স্থাপন করেন।

সেই অনন্য মুহূর্তের সাক্ষী থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুরীর মতোই দিঘার এই মন্দিরেও প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ধ্বজা দান করতে পারেন, তার জন্য ধ্বজার দোকানও গড়ে তোলা হবে। প্রভু জগন্নাথদেবের এই ঐশ্বরিক মহাধ্বজা বাংলার সংস্কৃতি ও কৃষ্টির গৌরব বিশ্ব দরবারে পৌঁছে দেবে। ধ্বজা হয়ে উঠবে শান্তি ও সম্প্রীতির প্রতীক।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বিআর গাভাই! কবে থেকে দায়িত্বে? 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_