রাজনৈতিক সৌজন্য দেখিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে যাচ্ছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। বুধবার অক্ষয়তৃতীয়ায় দিঘায় যখন মন্দিরের দ্বারোদঘাটন, তখন ওই একই জেলার কাঁথিতে সনাতনী হিন্দুদের সভা করছেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলের নেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই অনুষ্ঠানে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় চলেছেন দিলীপ।

দিঘায় সাড়ম্বরে উদ্বোধন করা হচ্ছে জগন্নাথ মন্দিরের। মঙ্গলবার, হয় মহাযজ্ঞ। মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী। বুধবারের উদ্বোধনের অনুষ্ঠানসূচি জানিয়ে মমতা বলেন, বেলা আড়াইটা থেকে অনুষ্ঠান শুরু হবে। তিনটের সময় দ্বারোদ্ঘাটন। তারপরে জনতার জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দির। চরম সৌজন্যের পরিচয় দিয়ে দিঘার (Digha) জগন্নাথ মন্দির উদ্বোধনে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা রবীন দেব, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেতা দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে।

মুর্শিদাবাদে কর্মসূচি সেরে মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তখনই তিনি জানিয়ে দেন সব কিছু ঠিক থাকলে বুধবার দিঘায় যাবেন। সূত্রের খবর, বুধবার উলুবেড়িয়ার শ্যামপুরে একটি কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। সেটি সেরেই তিনি দিঘায় রওনা দেবেন। নববিবাহিতা স্ত্রী রিঙ্কু ঘোষকেও নিয়ে যেতে পারেন বিজেপি নেতা।

আগেই দিলীপ মন্দিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন দিলীপ। বলেন, “আমি সুযোগ পেলে দিঘা যাব। মন্দিরের জায়গায় মন্দির থাকবে। ভগবানকে নিয়ে রাজনীতি নয়। জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলেন, আর আমরা একটুখানি যাব না?“
আরও খবর: ভগবানকে নিয়ে রাজনীতি নয়: দিলীপ, সুযোগ পেলে যেতে চান দিঘার জগন্নাথ মন্দিরে

বুধবারে কাঁথিতে সনাতনীদের সভা করছেন শুভেন্দু অধিকারী। আদালত তাঁকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে কাঁথির উপর দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে যাবেন দিলীপ। এই ঘটনা বঙ্গ বিজেপি নেতাদের অস্বস্তিই শুধু নয়, গালে এক বড় থাপ্পড় বলে মনে করছে রাজনৈতিক মহল।

–

–

–

–

–

–
–
–