বিজেপির স্কুল-নীতিতে প্রশ্ন! আপের দুই প্রাক্তন মন্ত্রীর নামে এফআইআর

আপের (AAP) দুই শীর্ষ নেতা মণীশ শিশোদিয়া (Manish Sisodia) ও সত্যেন্দ্র জৈনের (Satyandra Jain) বিরুদ্ধে স্কুলের নির্মাণ দুর্নীতির অভিযোগ

বিজেপি আমলে রাজধানীর পড়ুয়াদের ভালো স্কুলে পড়াশোনার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টি। কোনওমতে সেই অভিযোগ সামাল দিতেই এবার প্রতিহিংসার রাজনীতিতে দিল্লির বিজেপি সরকার। আপের (AAP) দুই শীর্ষ নেতা মণীশ শিশোদিয়া (Manish Sisodia) ও সত্যেন্দ্র জৈনের (Satyandra Jain) বিরুদ্ধে স্কুলের নির্মাণ দুর্নীতির অভিযোগ তুলে আপের বিরুদ্ধে নতুন করে অস্ত্র সাজানো শুরু বিজেপির। দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা এই দুই নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে।

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া (Manish Sisodia) ছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের শিক্ষামন্ত্রী এবং সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) হাতে ছিল পূর্ত (পিডব্লুডি) দপ্তরের দায়িত্ব। এই দপ্তরই স্কুল নির্মাণ প্রকল্পগুলির বাস্তবায়নের দায়িত্বে ছিল। সূত্রের খবর, দুর্নীতির এই মামলায় আরও একজন অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিক এবং এক ঠিকাদারকেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ, আপ (AAP) সরকারের শাসনকালে ১২,০০০-এরও বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন নির্মাণে ব্যাপক অর্থ কেলেঙ্কারি হয়েছে। সেই আর্থিক তছরুপের পরিমাণ প্রায় দুহাজার কোটি টাকা। তদন্তকারীরা জানিয়েছেন, স্কুল নির্মাণের জন্য ৩৪ জন ঠিকাদার বরাত পেয়েছিলেন, তাঁরা সবাই আপের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়। কাজ যথাসময়ে শেষ না হওয়ায় ব্যয় পাঁচ গুণ বেড়ে যায়। আর তাতেই আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

এর আগেও মণীশ শিশোদিয়া (Manish Sisodia) আবগারি দুর্নীতি মামলায় এবং সত্যেন্দ্র জৈন (Satyendra Jain) বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত করেছিল বিজেপি। আপকে দিল্লির ক্ষমতা থেকে নামাতে নির্লজ্জ অভিযোগের রাজনীতিতে মেতেছিল মোদি সরকার। দিল্লির ক্ষমতায় আসার পরেও আদতে রেখা শর্মা সরকার যে ভালো অবস্থায় নেই, সবথেকে বেশি প্রশ্নের মুখে রাজধানীর শিক্ষা ব্যবস্থা। বিরোধীদের মুখ বন্ধ করতে নতুন করে অভিযোগের রাজনীতিতেই প্রমাণিত বিজেপির ব্যর্থতা।