Saturday, August 23, 2025

জনসমুদ্রে বাঁধভাঙা উচ্ছ্বাস, জগন্নাথধামের দ্বার খুলতেই ঢল নামল ভক্তদের

Date:

বুধবার মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটন করার পর সাধারণের জন্য জগন্নাথধামের দ্বার খুলতেই ঢল নামল ভক্তদের। কাতারে কাতারে মানুষ প্রবেশ করলেন জগন্নাথধামে। দিঘার জগন্নাথধামের সামনে তৈরি হল জনোচ্ছ্বাস। সবার গলায় একটাই সুর— ‘জয় জগন্নাথ’।

অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩টে বেজে ১২ মিনিটে জগন্নাথধামের দারোদ্ঘাটন করেন। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য জগন্নাথধাম খুলে দিতে বলেন। হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষায় ছিলেন মাহেন্দ্রক্ষণের জন্য। দ্বার খুলতেই স্রোতের মতো আছড়ে পড়ল ভিড়। মানুষ লাইন দিয়ে ঢুকলেন মন্দিরে। পরপর দরজা পেরিয়ে প্রবেশ করলেন গর্ভগৃহে। অনেকেই সাষ্টাঙ্গে প্রণাম করছেন। জগন্নাথদেবের দর্শন সেরে নিজেদের ধন্য করছেন আমজনতা। ঐতিহাসিক মুহূর্তটি ধরে রাখার জন্য ছবি-ভিডিও-ও হল মোবাইল-বন্দি। সবার মনের মণিকোঠায় বাঁধিয়ে রাখলেন সেই মুহূর্তটি। যত সময় গড়াচ্ছে, ততই ভিড় বাড়ছে। একটা সময় আবেগের এই জনবিস্ফোরণ সামাল দিতে কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ করতে হল নিরাপত্তা রক্ষীদের। কিন্তু তখন যে সংখ্যক মানুষ দিঘায় জগন্নাথধামে উপস্থিত হয়েছেন এবং জগন্নাথদেব দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, ফের দ্রুত মন্দিরের গেট খুলতে হল। প্রথম মুহূর্তেই যে আবেগের উচ্ছ্বাস, যে ভক্তির ভাব চোখের সামনে ধরা পড়ল, তা থেকে যাবে অনন্তকাল ইতিহাসের পাতায়। মন্দির চত্বরে সবার মুখে একটাই কথা ‘জয় জগন্নাথ’। মন্ত্রী থেকে আমলা, দ্বাররক্ষী থেকে প্যান্ডেলের কর্মী— সকলেই বলছেন জয় জগন্নাথ। সব সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বাংলার গর্ব— দেশের গর্ব হয়ে রইল দিঘার জগন্নাথধাম। অক্ষয়তৃতীয়াতে পথচলা শুরু হল আর এক ইতিহাসের, যার ক্ষয় নেই।

আরও পড়ুন – রাজ্যের প্রস্তাবে সম্মতি, তথ্য কমিশনার পদে সঞ্চিতা কুমার ও মৃগাঙ্ক মাহাতোর নাম ঘোষণা রাজভবনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version