রেকর্ড ইয়ামালের, ঘরের মাঠে ড্র করে আশা জিইয়ে রাখল বার্সেলোনা

Date:

Share post:

ঘরের মাঠে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক বার্সেলোনার(Barcelona)। রেকর্ড গড়লেন ল্যামিল ইয়ামাল(Lamile Yamal)। গোল পাওয়ার সঙ্গেই কিলিয়ান এমবাপ্পের(Kylian Mbappe) রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের(Champions League) সেমিফাইনালে কর্ব কনিষ্ঠ ফুটবলার হিসাবে গোল করার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার রাস্তাও খোলা রাখল ক্যাটালুনিয়ান্সরা। ঘরের মাঠে ইন্টার মিলানের(Inter Milan) সঙ্গে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা(Barcelona)। অ্যাওয়ে ম্যাচে জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ক্যাটালুনিয়ান ব্রিগেড।

বার্সেলোনার জার্সিতে এবার দুরন্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে নেমেছিল বার্সেলোনা(Barcelona)। সেখানেও বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হয়েছিল ইয়ামালের হাত ধরেই। ঘরের মাঠে এদিন শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটের মধ্যেই থুরাম ও ডামফায়ার্সের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ঘরের মাঠে ২ গোলে পিছিয়ে পড়ে বেশ চাপেও পড়ে গিয়েছিল বার্সোলানা।

সেখানেই ২৪ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল ল্যামিল ইয়ামালের। সেইসঙ্গে কিলিয়ান এমবাপ্পের রেকর্ডও ভেঙে দেন ল্যামিল ইয়ামাল। প্রথমার্ধেই ফেরান টোরেসের গোল সমতায় ফেরে বার্সেলোনা। কিন্তু এদিনের ম্যাচ ছিল আক্রমণ – প্রতিআক্রমণের খেলা।

বিরতির পরই ফের এগিয়ে যায় ইন্টার মিলান। এবারও গোলদাতা সেই ডামফায়ার্স। তবে কয়েক মিনিটের মধ্যেই মিলানের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী ভুল। আর তাতেই ফের একবার সমতায় ফেরে বার্সেলোনা। এরপর আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি দুই শিবিরই। ঘরের মাঠে ড্র করে ফাইনালের রাস্তাটা এখনও পর্যন্ত খোলা রাখল বার্সেলোনা।

তবে ম্যাচের পর নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে জিততে চাইলেও শেষপর্যন্ত তা হয়নি। এবার জিততে হবে অ্যাওয়ে ম্যাচে। লড়াইটা যে আরও কঠিন হতে চলেছে তা বার্সা ফুটবলারদের শরীরি ভাষাতেই স্পষ্ট।

spot_img

Related articles

ফলোয়ান বাঁচাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, সুদর্শনের চোটের আপডেট জানুন

দিল্লি টেস্টে তৃতীয় দিনেই জয়ের গন্ধ।দিল্লি টেস্টে ভারতের(India) ৫১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্জিজের(West Indies) প্রথম ইনিংস শেষ ২৪৮...

মোদির বায়োপিকের নায়িকা হার্দিকের প্রেমিকা! অবশেষে প্রকাশ্যে আসল সত্যি 

ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandiya) বিবাহ বিচ্ছেদ থেকে ব্যক্তিগত সম্পর্ক বারবার খবরের শিরোনামে থেকে যায়। ২২...

শতরান করে ভালোবাসার সংকেত, যশস্বীর মনের মানুষ কে জানেন?

দ্বিশতরান করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal )। প্রথম...

চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। অধিনায়ক...