Tuesday, August 12, 2025

রেকর্ড ইয়ামালের, ঘরের মাঠে ড্র করে আশা জিইয়ে রাখল বার্সেলোনা

Date:

Share post:

ঘরের মাঠে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক বার্সেলোনার(Barcelona)। রেকর্ড গড়লেন ল্যামিল ইয়ামাল(Lamile Yamal)। গোল পাওয়ার সঙ্গেই কিলিয়ান এমবাপ্পের(Kylian Mbappe) রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের(Champions League) সেমিফাইনালে কর্ব কনিষ্ঠ ফুটবলার হিসাবে গোল করার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার রাস্তাও খোলা রাখল ক্যাটালুনিয়ান্সরা। ঘরের মাঠে ইন্টার মিলানের(Inter Milan) সঙ্গে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা(Barcelona)। অ্যাওয়ে ম্যাচে জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ক্যাটালুনিয়ান ব্রিগেড।

বার্সেলোনার জার্সিতে এবার দুরন্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে নেমেছিল বার্সেলোনা(Barcelona)। সেখানেও বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হয়েছিল ইয়ামালের হাত ধরেই। ঘরের মাঠে এদিন শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটের মধ্যেই থুরাম ও ডামফায়ার্সের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ঘরের মাঠে ২ গোলে পিছিয়ে পড়ে বেশ চাপেও পড়ে গিয়েছিল বার্সোলানা।

সেখানেই ২৪ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোল ল্যামিল ইয়ামালের। সেইসঙ্গে কিলিয়ান এমবাপ্পের রেকর্ডও ভেঙে দেন ল্যামিল ইয়ামাল। প্রথমার্ধেই ফেরান টোরেসের গোল সমতায় ফেরে বার্সেলোনা। কিন্তু এদিনের ম্যাচ ছিল আক্রমণ – প্রতিআক্রমণের খেলা।

বিরতির পরই ফের এগিয়ে যায় ইন্টার মিলান। এবারও গোলদাতা সেই ডামফায়ার্স। তবে কয়েক মিনিটের মধ্যেই মিলানের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী ভুল। আর তাতেই ফের একবার সমতায় ফেরে বার্সেলোনা। এরপর আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি দুই শিবিরই। ঘরের মাঠে ড্র করে ফাইনালের রাস্তাটা এখনও পর্যন্ত খোলা রাখল বার্সেলোনা।

তবে ম্যাচের পর নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে জিততে চাইলেও শেষপর্যন্ত তা হয়নি। এবার জিততে হবে অ্যাওয়ে ম্যাচে। লড়াইটা যে আরও কঠিন হতে চলেছে তা বার্সা ফুটবলারদের শরীরি ভাষাতেই স্পষ্ট।

spot_img

Related articles

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...