মেছুয়ার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায়। বৃহস্পতিবার, লেকটাউন (Lake Town) এলাকার দক্ষিণদাঁড়ির একটি বহুতলের দোতলায় ফিল্ম স্টুডিওতে (Film Studio) আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

এদিন দুপুরে আচমকা দক্ষিণদাঁড়ির ওই বহুতলের দোতলায় আগুন দেখতে পান স্থানীয়রা। সেখানেই একটি ফিল্ম স্টুডিও (Film Studio) রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানেই প্রথমে আগুন লাগে। খবর যায় দমকলের। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত ওই বিল্ডিং থেকে সকলকে বার করে দেওয়া হয়েছে। কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।
আরও খবর: অগ্নিকাণ্ডের তদন্তে কমিটি, কাউকে ছাড়া হবে না: মেছুয়ার ক্ষতিগ্রস্ত পরিদর্শন করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
–

–

–

–

–

–

–

–

–

–

–
