রাজস্থান রয়্যালস ম্যাচের আগেই মুম্বই শিবিরে বড় ধাক্কা

রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে। পায়ে চোট পেয়ে রাজস্থানের বিরুদ্ধে নামার আগেই ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) স্পিনার ভিগ্নেশ পুথুর(Vignesh Puthur)। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এলেন মুম্বই ইন্ডিয়ান্সেরই নেট বোলার লেগ স্পিনার রঘু শর্মা(Raghu Sharma)। এবারের আইপিএলে অভিষেক ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভিগ্নেশ পুথুর। তাঁর ছিটকে যাওয়াটা যে খানিকটা হলেও সমস্যা ফেলল মুম্বই ইন্ডিয়ান্সকে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলেই অভিষেক হয়েছিল ভিগ্নেশ পুথুরের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছিবেম ভিগ্নেশ। প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। চলতি আইপিএলে পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত ৬টি উইকেটও তুলে নিয়েছেন ভিগ্নেশ। কিন্তু এখানেই থামতে হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে। তাঁর জায়গাতেই এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এলেন লেগ স্পিনার রঘু শর্মা।

শেষ চারটি ম্যাচেই একটানা জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। রোহিত শর্মা(Rohit Sharma) থেকে জসপ্রীত বুমরারা(Jasprit Bumrah) ফের ফর্মে ফিরেছে। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও যে মুম্বই জিততে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেখানে এই তরুণ স্পিনারকে পাবে না তারা। তাঁর পরিবর্তে বেস প্রাইজ ৩০ লক্ষ টাকা দিয়ে রঘু শর্মাকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

জয়ের মোমেন্টাম মুম্বই পেয়ে গেছে। সেটাই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।