Monday, November 3, 2025

মোহনবাগানের স্টুয়ার্টকে ছাড়ার সিদ্ধান্ত প্রায় পাকা

Date:

আসন্ন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে(MBSG) নতুন বিদেশি কে? সুপার কাপের সেমিফাইনালে যাত্রা শেষ হয়েছে মোহনবাগানের। কিন্তু দল গঠনের কাজ কিন্তু এখন থেকেই আরম্ভ হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে আসন্ন মরসুমের জন্য গ্রেগ স্টুয়ার্টকে(Greg Stewart) না রাখার সিদ্ধান্ত কার্যত হয়ে গিয়েছে মোহনবাগানে। তাণর চুক্তিও শেষ। তাঁকে ছেড়ে দিয়ে এবার অন্য বিদেশির খোঁজেই নামতে চলেছেন হোসে মোলিনা(Jose Molina)।

মোহনবাগানের(MBSG) পরবর্তী মরসুমের দল কী হবে। বিশেষ করে বিদেশি কারা থাকবে তা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা। নানান কথাবার্তা শোনা গেলেও আসন্ন মরসুমেও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos), জেসন কামিন্স(Jason Cummins) সহ জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। থাকতে চলেছেন অ্যালবার্তো রডরিগেজও। তবে অলড্রেড নাকি নুনো রেইজ কাকে রাখা হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু ঠিক হয়নি।

হোসে মোলিনার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি নবীকরণ হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। আপাতত দেশে ফিরে গিয়েছেন তিনি। কিন্তু দলের ওপর নজর রয়েছে এই প্রাক্তন স্প্যানিশ তারকার। মোহনবাগান সুপার কাপে সেমিফাইনালে থেমে গেলেও, এখানে তরুণ ফুটবলাররা কিন্তু বেশ ভাল পারফরম্যান্স করেছেন। বেশ কয়েকজন ফুটবলার নাকি নজরও কেড়েছে মোহনবাগান কোচের।

শোনাযাচ্ছে এই দল থেকে কয়েকজন তরুণ ফুটবলার নাকি মোহনবাগান স্কোয়াডে জায়গা পেতে পারেন। সুপার কাপে উপস্থিত না থাকলেও মোহনবাগানের ম্যাচ দেখেছেন হোসে মোলিনা। প্রতিটা ফুটবলারের পারফরম্যান্স বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন সবুজ-মেরুন কোচ।

আগামী মরসুমের নীলনক্সাটা এখন থেকেই বোধহয় করতে শুরু করে দিয়েছেন তিনি। এবার দ্বিমুকুট ইতিমধ্যেই উঠে গিয়েছে মোহনবাগানের। পরবর্তী মরসুমে মোলিনা আর কী চমক দেখান সেটাই দেখার।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version