Monday, December 8, 2025

প্রথম সাক্ষাতেই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি দিলীপ-ঘরণী রিঙ্কুর, আশ্বাস দিলেন মমতা

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যে আমন্ত্রণ রক্ষায় দিঘায় এসেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতভ্রমণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা বলার প্রসঙ্গে দিলীপের স্ত্রী রিঙ্কু বলেন, আমাদের বাড়ির ঠিকানায় পিনকোডের একটা সমস্যা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বর্ডার এলাকা হওয়ার জন্য মাল্টিপল ঠিকানা শো করে। এই নিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। আমি এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি এই সমস্যার শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক সৌজন্যে আমন্ত্রণ রক্ষায় উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গল্পও করেছেন তাঁরা। এনিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে নিজের মেজাজেই রয়েছেন দিলীপ। সেইরকমই খোশমেজাজে বৃহস্পতিবার দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিউ দিঘা সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণে।

বুধবার দিঘার জগন্নাথ মন্দির দর্শন করে লাগোয়ে অফিস ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দিলীপ ও তাঁর স্ত্রী। সেখানে কিছুক্ষণ তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়। যদিও রাজ্য সরকারের তরফে একা দিলীপ ঘোষকে নয়, মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যের বিজেপি সাংসদরা। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। কিন্তু দিলীপ বাদে বিজেপির কেউ যাননি।

আরও পড়ুন- শান্তি চাই, মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক সেটা চাই না! আবেগপ্রবণ নিহত বিনয় নরওয়ালের স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...