অগ্নিকাণ্ড থেকে শিক্ষা, আপাতত বন্ধ কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ

Date:

Share post:

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধ। শুক্রবার, এই ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবারই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁর পরিস্থিতিতে দেখে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৎক্ষণাৎ নির্দেশ দেন জরুরিকালীন বৈঠকে বসার। এর পরেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরনিগম।

বড়বাজারের অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা আর না ঘটে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বড়বাজার থেকে বৃহস্পতিবার, তিনি সারপ্রাইজ ভিজিটে সারপ্রাইজ ভিজিটে যান পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে যান মমতা। সেখানে কিছু খাবারের দোকানের পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই বিল্ডিং-এ নীচে সারি সারি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মজুদ করা ছিল। দেখে মমতা বলেন, “এখানে এত গ্যাস সিলিন্ডার, যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দমকল মন্ত্রীকে রেস্তরাঁর প্রতিনিধিদের ডেকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন মমতা। বলেন, “কলকাতার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার আর ফায়ার ব্রিগেড মিনিস্টার এখনই মিটিংয়ে বসবে। রেস্টুরেন্টের লোককে নিয়ে ইর্মাজেন্সি মিটিং করতে হবে। এভাবে ছাদ বন্ধ করে রেস্টুরেন্ট চলতে পারে না।”

এই আলোচনার পরেই ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, সিঁড়ির মতো ছাদও কারও একার নয়, বিক্রি করা যাবে না। মেয়র বলেন, “পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অনুরোধ করেছি, যাতে তিনি সমস্ত রুফ টপ রেস্তরাঁর নামের তালিকা আমাদের কাছে দেন। আমরা সেই রেস্তরাঁগুলিকে নোটিস পাঠিয়ে দেব।” মেয়রের কথায়, বড়বাজারের অগ্নিকাণ্ড দেখেই এই শিক্ষা। পুরসভার তরফে কলকাতার সহ রুফটপ (Rooftop Restaurant) রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হল।
আরও খবরচিকিৎসকদের ‘ঘুষ’ দেওয়া আটকাতে প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখার নির্দেশ সুপ্রিম কোর্টের! 

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

পোষ্য বিড়ালকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, সরব সুদীপা, ধুন্ধুমার কুঁদঘাটের চণ্ডীতলায়

টালিগঞ্জের (Tollygunge) চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়িতে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য...

বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কারণ জানলে অবাক হবেন

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়অন্ধকার কাটিয়ে আলোর উদযাপনে তৈরি বাঙালি। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই দীপাবলির আলোয় উৎসবের মেজাজে ফের...

ফের মেট্রো ভোগান্তি: সিগনাল বিভ্রাটে আংশিক বন্ধ পরিষেবা

কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত শাখা ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ যেন কাটছেই না। নূন্যতম পরিষেবাটুকু দিতে যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন,...