ICSE-তে প্রথম বাংলার গর্ব সৃজনীকে বাড়ি গিয়ে শুভেচ্ছা অরূপের

0
589

আইসিএসই (ICSE)-তে প্রথম বাংলা গর্ব সৃজনী। শুধু কৃতিই নন, সমাজ সম্পর্কেও যথেষ্ট সচেতন তিনি। জাতি ভেদ না মানায় বিশ্বাস করেন না বলে নেই কোনও পদবি। গত ৫ দিন দিঘায় ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কাজে ব্যস্ত থাকার পরে কলকাতায় ফিরেই বাংলার গর্ব সৃজনীকে (Srijani) শুভেচ্ছা জানাতে টালিগঞ্জের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

এবার ICSE-র প্রথম স্থানাধিকারী ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনী (Srijani)। ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি- সমস্ত বিষয়েই ১০০-তে ১০০ পেয়েছেন তিনি। অন্য সব বিষয়ে আশা থাকলেও ইংরেজি-তে ১০০ পাবেন আশা করেননি সৃজনী। জানান, কোনও বাধা ধরে সময়ে নয়। যখন মন চেয়েছে তখনই পড়েছেন তিনি। আর সঙ্গে ছিল নাচ।

প্রগতিশীল পরিবারে বেড়ে ওঠা সৃজনীর কোনও পদবি নেই। জাতপাতে বিশ্বাস করেন না অভিভাবকরা। সেই সবের ঊর্ধ্বেই মেয়েকে বড় করেছেন তাঁরা। মা গুরুদাস কলেজের ইতিহাস শিক্ষিকা, বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার গণিতের অধ্যাপক। গবেষক হতে চায় বাংলার এই কৃতী ছাত্রী। বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন অরূপ।