Saturday, August 23, 2025

চিকিৎসকদের ‘ঘুষ’ দেওয়া আটকাতে প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখার নির্দেশ সুপ্রিম কোর্টের! 

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে বেআইনি ওষুধের ব্যবসা। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে একাধিক ওষুধ কোম্পানি, তাতে মদত দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের থেকে ঘুষ নিয়ে দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেওয়ার প্রবণতা বেড়েই চলেছে। এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এখন থেকে প্রেসক্রিপশনে আর কোনও ব্র্যান্ডেড ওষুধ লিখতে পারবেন না ডাক্তাররা। শুধুমাত্র জেনেরিক ওষুধই (Generic Medicines) দেওয়া যাবে। রাজস্থানে এই নিয়ম আগেই ছিল, এবার গোটা দেশে তা কার্যকরী করার নির্দেশ দিলো শীর্ষ আদালত। বিচারপতি সন্দীপ মেহতা (Sandip Meheta), বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ সামনে আসতেই বেশি বেকায়দায় একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এভাবেই ওষুধ সংস্থার ঘুষ সংস্কৃতি আটকানো সম্ভব বলে মনে করছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বিভিন্ন ওষুধ কোম্পানি চিকিৎসকদের ঘুষ দিয়ে তাঁদের দামি ব্র্যান্ডেড মেডিসিন প্রেসক্রিপশনের লিখিয়ে নেন। সাধারণ মানুষ এত কিছু বুঝতে পারেন না। কিন্তু ওষুধ কিনতে দোকানে গিয়ে দামের ঠেলায় নাভিশ্বাস ওঠার জোগাড়। যেহেতু স্বাস্থ্য নিয়ে কোনও রকমের আপোষ করা যায় না, তাই বাধ্য হয়েই নিজেদের ঘটিবাটি বিক্রি করেও সাধারণ মানুষকে এই ধরনের দামি ব্র্যান্ডেড ওষুধ কিনতে হয়। এতে যে চিকিৎসা খরচ বাড়ছে শুধু তাই নয়, অনেক সময় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে। ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে যা অত্যাধিক স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। এই গোটা বিষয়টি উল্লেখ করে আদালত একটি আবেদন করা হয়েছিল। এর আগের এক শুনানিতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) একটি প্রেস বিবৃতির উদ্ধৃতি তুলে জানানো হয়, ডোলো ৬৫০ ওষুধ নির্মাতা সংস্থা শুধু চিকিৎসকদের উপহার দিতে খরচ করেছে ১,০০০ কোটি টাকা! অর্থাৎ চিকিৎসকরা নিজেদের আখের গোছাচ্ছেন আর তার জেরে সর্বহারা হতে হচ্ছে সাধারণ মানুষকে। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট ডাক্তারদের প্রেসক্রিপশনে শুধুমাত্র জেনেটিক ওষুধ লেখার নির্দেশ দেয়। এতে একদিকে দেশবাসীর চিকিৎসা খরচ যেমন কমবে, ঠিক তেমনই ওষুধের অপব্যবহার বন্ধ করা যাবে। চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে সুপ্রিম আদালতের এই নির্দেশ দেশব্যাপী কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...