২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik result 2025) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। গত বারের তুলনায় পাশের হার বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপর যথাক্রমে কালিম্পং, কলকাতা (Kolkata)এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। এবছরের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৬৬ জন।প্রথম হয়েছেন আদৃত সরকার (৬৯৬)। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র তিনি।দ্বিতীয় স্থানে মালদহ রামকৃষ্ণ মিশনের অনুভব বিশ্বাস ও বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থান ঈশানী চক্রবর্তীর (৬৯৩)। তিনি বাঁকুড়া কোতুলপুর হাই স্কুলের ছাত্রী।

এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরে তুলনায় ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছেন। যেদিন ফল প্রকাশের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মুখ্য সচিবসহ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানান পর্ষদ সভাপতি।
–

–

–

–

–

–

–

–

–

–

–

–
