Friday, December 26, 2025

পিঠের সমস্যা থাকলেও হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেন শুভমন গিল

Date:

Share post:

পিঠে সমস্যা রয়েছে তবুও বিশ্রাম নিতে চাইছেন না শুভমন গিল(Shubman Gill)। সবকিছু ঠিকঠাক চললে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেও গুজরাট টাইটান্সের(GT) অধিনায়ক হিসাবেই মাঠে নামতে চলেছেন শুভমন গিল। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই শুভমন গিলের(Shubman Gill) পিঠের সমস্যা দেখা দিয়েছিল। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুভমনকে বিশ্রাম দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু  শেষপর্যন্ত তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কিও তেমনই ইঙ্গিত দিয়েছেন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স(GT)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে আইপিএলের লিগ টেবিলে নিজেদের জায়গা দ্বিতীয় স্থানেই ধরে রেখেছে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে ১২ পয়েন্ট গুজরাটের। প্লেঅফে পৌঁছনোটাও কার্যত তাদের পাকা। এমন সময়ে শুভমন গিলের বিশ্রাম পাওয়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। পিঠের সমস্যা নিয়ে সেভাবে ভাবছেন না শুভমন গিল। টিম ম্যানেজমেন্টকে তেমনটাই জানিয়েছেন তিনি।

গুজরাট টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, “তাঁর ফিটনেসের ক্ষেত্রে পিঠে খানিকটা সমস্যা রয়েছে। আমাদের সেটা নিয়েই সবচেয়ে সতর্ক হতে হবে। এদিন তিনি প্রস্তুতি সারবেন, সেখানেই আমরা দেখে নেব কোন জায়গায় রয়েছেন শুভমন গিল। তবে আমরা সকলেই আশাবাদী তাঁর খেলার ব্যাপারে”।

একের পর এক ম্যাচ জিতে গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা অত্যন্ত আক্মবিশ্বাসী হয়ে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ শেষ ম্যাচে জিতেছে। ঈশান কিষাণ ফর্মে ফিরেছেন। যদিও এসব নিয়ে বেশি ভাবছে না গুজরাট টাইটান্স শিবির। এই ম্যাচ জিতে প্লেঅফের আরও কাছে পৌঁছতে মরিয়া তারা।

spot_img

Related articles

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...

বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে! শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশকে ইস্যু করে ধর্মীয় বিভাজনে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই যে কোনওভাবে বাংলাদেশের...

তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র...

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...