Saturday, May 3, 2025

পিঠের সমস্যা থাকলেও হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেন শুভমন গিল

Date:

পিঠে সমস্যা রয়েছে তবুও বিশ্রাম নিতে চাইছেন না শুভমন গিল(Shubman Gill)। সবকিছু ঠিকঠাক চললে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেও গুজরাট টাইটান্সের(GT) অধিনায়ক হিসাবেই মাঠে নামতে চলেছেন শুভমন গিল। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই শুভমন গিলের(Shubman Gill) পিঠের সমস্যা দেখা দিয়েছিল। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুভমনকে বিশ্রাম দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু  শেষপর্যন্ত তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কিও তেমনই ইঙ্গিত দিয়েছেন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স(GT)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে আইপিএলের লিগ টেবিলে নিজেদের জায়গা দ্বিতীয় স্থানেই ধরে রেখেছে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে ১২ পয়েন্ট গুজরাটের। প্লেঅফে পৌঁছনোটাও কার্যত তাদের পাকা। এমন সময়ে শুভমন গিলের বিশ্রাম পাওয়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। পিঠের সমস্যা নিয়ে সেভাবে ভাবছেন না শুভমন গিল। টিম ম্যানেজমেন্টকে তেমনটাই জানিয়েছেন তিনি।

গুজরাট টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, “তাঁর ফিটনেসের ক্ষেত্রে পিঠে খানিকটা সমস্যা রয়েছে। আমাদের সেটা নিয়েই সবচেয়ে সতর্ক হতে হবে। এদিন তিনি প্রস্তুতি সারবেন, সেখানেই আমরা দেখে নেব কোন জায়গায় রয়েছেন শুভমন গিল। তবে আমরা সকলেই আশাবাদী তাঁর খেলার ব্যাপারে”।

একের পর এক ম্যাচ জিতে গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা অত্যন্ত আক্মবিশ্বাসী হয়ে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ শেষ ম্যাচে জিতেছে। ঈশান কিষাণ ফর্মে ফিরেছেন। যদিও এসব নিয়ে বেশি ভাবছে না গুজরাট টাইটান্স শিবির। এই ম্যাচ জিতে প্লেঅফের আরও কাছে পৌঁছতে মরিয়া তারা।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version