Thursday, November 6, 2025

কবে ফিরবেন BSF জওয়ান পি কে সাউ? সদুত্তর নেই পাক বাহিনীর কাছে

Date:

কবে ফিরবেন BSF-এর জওয়ান পূর্ণম কুমার সাউ? তা নির্ভর করছে পাকিস্তান (Pakistan) রেঞ্জার্সের কর্মকর্তাদের মর্জির উপর! এমনটাই বিএসএফ সূত্রের খবর। কারণ, বারবার বৈঠকের পরেও পাক-সেনাদের একই বুলি, উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশের অপেক্ষায় আছি।

কিছুদিন আগে সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পিকে সাউ (P K Sahu) অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তাঁকে গ্রেফতার করে পাক সেনা। সেই দিন থেকেই তাঁকে ফেরাতে তৎপর ভারত। বারবার বৈথক চলছে। কিন্তু তাতেও দিশা মিলছে না। এর মধ্যেই পূর্ণমের স্ত্রী রজনী সাউ ও তাঁর পরিবার পাঠানকোট যায়। সেখানে বিএসএফের সিইও-এর সঙ্গে কথা বলে তারা। সেখানে জানানো হয় পূর্ণমের কোনও ভুল ছিল না। বাড়ি ফিরে রজনী বলেন, আমরা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছি তিনি ফিরে আসবেন।

এদিকে, BSF ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে পরপর দু’বার বৈঠকেও কোনও ফল পাওয়া যায়নি। গত আট দিনে, তার মুক্তির বিষয়ে দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সাতটি বৈঠক হয়েছে। কিন্তু আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। পাকিস্তানি রেঞ্জার্স একই উত্তর দিয়ে যাচ্ছে “আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় রয়েছি।” বুধবার অনুষ্ঠিত শেষ বৈঠকটিও খুব একটা আশাব্যঞ্জক ছিল না।
আরও খবরটানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, বাংলাতেও রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস 

সেনা বা অসামরিক নাগরিকদের দ্বারা এই ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ঘটনা নতুন নয়। সাধারণত প্রতিষ্ঠিত সামরিক প্রোটোকলের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা হয়। আটককৃত কর্মীদের সাধারণত প্রক্রিয়াগত পতাকা বৈঠকের পরে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু যেহেতু এই ঘটনাটি পহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটেছে, তাই জটিলতা এখানে বেশি।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version