বিরল দৃশ্য! মে মাসে সান্দাকফুতে তুষারপাত, দার্জিলিং জমজমাট

0
283

একদিকে ঘাম ঝড়ছে শিলিগুড়ি অন্যদিকে দার্জিলিংয়ে(Darjeeling) কড়া নাড়ছে তুষার পাত। মে মাসের প্রথম দিনে দার্জিলিংয়ের সান্দাকফু-তে(Sandakphu) অকাল তুষারপাত। বরফের আস্তরণে পর্যটকদের প্রিয় ডেসটিনেশন। তবে স্থানীয়দের মতে মে মাসে সান্দাকফুতে তুষারপাত(Snowfall) সত্যি বিরল দৃশ্য।

বৃহস্পতিবার সকাল থেকেই তুষারে ঢাকে সান্দাকফু(Sandakphu)। আগামী তিন থেকে চার দিন এমনই তুষারপাত চলবে দার্জিলিং সংলগ্ন ভ্রমণপিপাসুদের পছন্দের ডেস্টিনেশন সান্দাকফু-সহ পাহাড়ের শীর্ষে এলাকাগুলিতে। পাশাপাশি হবে বিক্ষিপ্ত বৃষ্টি-সহ জোরালো বজ্রপাত। ইতিমধ্যেই গরমের ছুটিতে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলেন পর্যটকদের এক বিশাল অংশ। তারই মাঝে মে মাসের প্রথম এবং দ্বিতীয় দিনের তুষারপাত উপভোগ করতে পর্যটকদের অভিলাশা পূরণ বলে মনে করছেন হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল। তিনি জানিয়েছেন মে মাসের প্রথম দিনে বরফের আস্তরণে সান্দাকফু, শুক্র, শনি এবং রবিবার বরফের দেখা মিলতে পারে পর্যটকদের তবে তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ পর্যটকদের ভিড় উপরি পাওনা বলে জানিয়েছেন সম্রাট বাবু। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা বলেন, তুষারপাত হওয়ার কথা ছিল আগামী তিন চারদিন একই প্রস্তুতি থাকবে সিকিম-সহ সান্দাকফুতে।