Wednesday, August 20, 2025

বিজেপি রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলা! শাহকে কড়া চিঠি ইউসুফের

Date:

পেশার পরিসর বাড়িয়ে বাংলার বাইরে বরাবর কাজের সন্ধানে পাড়ি দেন শ্রমিকরা। ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও পরিকল্পিতভাবে বেছে বেছে বাংলার শ্রমিকদেরই (migrant labour) আক্রান্ত হওয়ার ঘটনা একেবারেই সাম্প্রতিক। আর সব ক্ষেত্রেই মূলত অভিযোগের তিরে বিজেপি শাসিত রাজ্যগুলি। এর মধ্যে গতবছর ওড়িশায় এই প্রবণতা প্রবল হয়। অথচ ছয়মাস পেরিয়ে গেলেও তা নিয়ে নীরব ওড়িশার মোহন মাঝি (Mohan Manjhi) প্রশাসন। এবার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চিঠি লিখলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

অমিত শাহকে চিঠিতে ওড়িশায় (Odisha) বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের (migrant labour) ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে শাহের মন্ত্রকের কাছে চার দফা দাবি জানিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দাবি জানান – ওড়িশা প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক যাতে তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিরাপত্তা সুনিশ্চিত করুক রাজ্য সরকার।

এর পাশাপাশি গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে ইউসুফ লেখেন, পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে একটি কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো হোক। এই ঘটনায় যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, তার পাল্টা ফিরে আসা শ্রমিকদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানান তৃণমূল সাংসদ। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, পুরো ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের সংবিধান অনুযায়ী কর্মসংস্থান ও বসবাসের অধিকারের উপর সরাসরি আঘাত করছে।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version