Thursday, August 21, 2025

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে একথা জানালেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ দৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র (Ramakrishna Das Mahapatra)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই বিষয় নিয়ে বিতর্ক ঠিক নয়।

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় ঐতিহাসিক মুহূর্তে উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple)। সেই সমগ্র অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিল দৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। পুরী ফিরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় হয়ে, এই মন্দির ও মুখ্যমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘার জগন্নাথ মন্দিরটি অসাধারণ। পুরীর জগন্নাথ মন্দির চারটি ধামের মধ্যে পবিত্রতম ধাম। তবে বিশ্বজুড়ে প্রভু জগন্নাথের পুজোর জন্য মন্দির তৈরি করা হয়”।

দৈতপতি রামকৃষ্ণ জানান, “দিঘায় নিমকাঠের মূর্তিতে পুজো হবে। সেখানে পাথরের মূর্তিও থাকবে। জগন্নাথদেব সেখানে বসেছেন… পুরীর জগন্নাথ এবং বিশ্বের অন্যত্র আরও যে সব জায়গায় জগন্নাথ আছেন, তাঁদের পুজো বিধি, নিয়ম কানুন পুরোপুরি আলাদা। এখানে পুরীতে সকাল থেকে যতবার ভোগ হয়, পুজো হয়, তেমনটা সারা ভারতে আর কোথাও হয় না।” দৈতপতি কথায়, “জগন্নাথজির জন্যে যত প্রচার, প্রসার হবে ততই ভালো। আগে হাজার হাজার বছর ধরে সেবায়েতরা জগন্নাথজির প্রচার, প্রসার করার জন্যে গ্রামে গ্রামে ঘুরতেন। এখনও যেখানে জগন্নাথজির মন্দির হবে, আমাদের ডাকলে আমরা যাব।”
আরও খবর: ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

আর বিজেপি যে দিঘার মন্দিরকে কটাক্ষ করছে, তার মোক্ষম জবাব দিয়েছেন পুরীর দৈতপতি। বলেন, “পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) এবং দিঘার মন্দির নিয়ে যে ঝগড়া হচ্ছে, তা অন্য ভাবে দেখা হচ্ছে। সেটা ঠিক নয়।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...