Monday, November 3, 2025

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই প্রশ্ন ফের একবার উঠল। জামিন পাওয়ার পরও কৌশলে জেল থেকে বেরোতে দেওয়া হল না চিন্ময় প্রভুকে (Chinmay Krishna Das)। যা থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশে (Bangladesh) যে স্বৈরাচারী শাসন জারি রয়েছে, সেখানে রাষ্ট্রের বিরোধিতা করে কোনও কাজ সম্ভব নয়, তা ন্য়ায্য হলেও। রবিবারও কোনও না কোনও অজুহাতে জামিনের (bail) পাল্টা রাষ্ট্রের দায়ের করা মামলার শুনানি হল না। সোমবার ফের পরবর্তী শুনানির দিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনির্দিষ্ট কালের জন্য যে চিন্ময় দাস জেলবন্দি থেকে গেলেন তা বলা বাহুল্য।

৩০ এপ্রিল বাংলাদেশে হাইকোর্টে (Bangladesh High Court) জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস। পাঁচমাস জেলে থাকার পরে জেলমুক্তির যে সম্ভাবনা বুধবার তৈরি হয়েছিল, তা সন্ধ্যাতেই অন্ধকারে চলে যায়। জামিনের বিরোধিতা করে রাষ্ট্র সুপ্রিম কোর্টে (Bangladesh Supreme Court) মামলা করে। সেই মামলার শুনানি রবিবার হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনৈক আইনজীবী মারা যাওয়ায় রবিবার আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয়ে যায় চিন্ময় দাসের জামিন বিরোধিতা মামলার শুনানি।

রবিবার সকাল থেকেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে ছিল কড়া নিরাপত্তা। যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তাতে বাংলাদেশের মৌলবাদী জঙ্গিদের থেকে চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা বিধান বাংলাদেশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। গোটা বিশ্বে চিন্ময় দাসের গ্রেফতারি ও তার গ্রেফতারি মামলার শুনানি হওয়া আটকানো চেষ্টা চালিয়েছিল মৌলবাদীরা তার নিন্দা হয়েছে গোটা বিশ্বে। ফলে রবিবারের নিরাপত্তা ছিল কড়া। কিন্তু সকালে সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme Court) কার্যক্রম শুরু হওয়ার পরে আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সোমবার ফের এই মামলা সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হওয়ার জন্য যাবে। সেই অনুযায়ী নতুন শুনানির দিন নির্ধারিত হবে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version