আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় দমকলকে। তবে অল্প সময়ের মধ্যেই দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বহুতলের আবাসিকদেরও নিরাপদে বাইরে নিয়ে আসে দমকল কর্মীরা।

বেহালার চৌরাস্তায় (Behala Chowrasta) জেমস লং সরণিতে একটি চারতলা বহুতলের চারতলার ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রাথমিকভাবে জানালার কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। দ্রুত দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশের বহুতলের ছাদ ব্যবহার করে জল দেওয়া কাজ করেন দমকল কর্মীরা। তার মধ্যেই বহুতলের বাকি আবাসিকদেরও বের করে আনা হয়।

দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লেগে থাকতে পারে ওই বহুতলে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সম্প্রতি বড়বাজারের হোটেলে আগুন লাগার ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বহুতলে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে দমকলের পক্ষ থেকে।

–

–

–

–

–

–

–

–
–
–
–