Thursday, August 21, 2025

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে এবার মিগুয়েল ফিগুয়েরা(Miguel Figueira)। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তাঁর সঙ্গে সই হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এক বছরের জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার শুধুই সরকারীভাবে তাঁর নাম ঘোষণার অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হতে পারে মিগুয়েল ফিগুয়েরার(Miguel Figueira) নাম।

বসুন্ধরা কিংসের এই তারকা ফুটবলারকেই এবার দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। মূলত মিড ফিল্ড পজিশনেই খেলেন মিগুয়েল। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের(Eastbengal) মাঝমাঠ একেবারেই ভাল ছিল না। সেই জায়গা থেকেই দল গোছাতে শুরু করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোঁর কোচিংয়ে খেলেছেন তিনি। কোচের সঙ্গে তাঁর বোঝাপড়াও বেশ ভাল। মিগুয়েলকে দলে নেওয়ার পিছনে যে এই দিকটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্কার আসার পর থেকেই তাঁর কথা নাকি বলেছিলেন। থংবোই সিংটোর সঙ্গে আলোচনার পরই এই ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মরসুমে ইতিমধ্যেই রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে আরও বেশ কয়েকজন বিদেশিকে ছাড়া হতে পারে। তবে তার আগে ভালো বিদেশিদের দলে তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেখানে মিগুয়েল যে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বাছাই তা বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে তিন দিন আগেই নাকি মিগুয়েলের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। শুধু নাম ঘোষণাটা বাকি রয়েছে। মিগুয়েল তো হয়ে গিয়েছে। এছাড়াও এবার আরও কী কী চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version