Sunday, December 7, 2025

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

Date:

Share post:

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে। রবিবার হস্টেলের (hostel) ঘর থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আসিফ কামারের দেহ। ঘটনায় মহিলার সঙ্গে সম্পর্কের জটিলতার ইঙ্গিত দাবি কর্তৃপক্ষের। তবে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ১৫ দিনের মধ্যে হস্টেলে দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায়।

খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আসিফ কামার বিহারের (Bihar) বাসিন্দা। শনিবার সন্ধ্যায় হস্টেলের তার নিজের ঘর থেকেই তার দেহ ঝুলতে দেখেন কর্তৃপক্ষ। অথচ ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল আসিফ, দাবি কর্তৃপক্ষের। সেখানেই উঠে এসেছে এক মহিলার ফোনের প্রসঙ্গ।

শনিবার সারাদিন বা সন্ধ্যাতেও আসিফের মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি হস্টেলের সহপাঠীরা। শনিবার সন্ধ্যা থেকে অবশ্য আসিফকে বাইরে বেরোতে দেখা যায়নি। পরে আইআইটি (Kharagpur IIT) কর্তৃপক্ষের কাছে এক মহিলার ফোন আসে। যেখানে বলা হয় হস্টেলে কোনও পড়ুয়া আত্মহত্যা করে থাকতে পারে। এরপরই আসিফের ঘরে গিয়ে ঝুলন্ত দেহ (hanging body) দেখতে পান সহপাঠী ও কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দিল্লি নিবাসী কোনও এক মহিলার সঙ্গে ভিডিও কল করেছিলেন বিহারের (Bihar) আসিফ। এরপরই সে চরম সিদ্ধান্ত নেয়। ওই মহিলা কে তা নিয়ে খোঁজ শুরু খড়গপুর পুলিশের। দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। তবে একবার ১২ জানুয়ারি, তারপরে ২১ এপ্রিল ও এবার ৪ মে যেভাবে খড়গপুর আইআইটি-তে আত্মহত্যার ঘটনা ঘটল, তাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষও। ঘটনায় তদন্ত কমিটি গঠনের পথে আইআইটি কর্তৃপক্ষ।

spot_img

Related articles

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায়...