Sunday, November 9, 2025

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

Date:

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। আগামী ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত ছয় দিন বন্ধ থাকবে সিকিম ও বাংলার মধ্যে যোগাযোগ রক্ষা করা গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। ফলে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ী, হোটেল মালিক, ট্যাক্সি চালকসহ সংশ্লিষ্ট সব দফতরের।

ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সূত্রে জানা গেছে, বর্ষার আগে রাস্তা মেরামতির কাজ সেরে ফেলতেই এই সিদ্ধান্ত। সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। তবে প্রতি দু’ঘণ্টা অন্তর এক ঘণ্টার জন্য খোলা রাখা হবে যান চলাচলের জন্য। ছয় চাকার বেশি গাড়ি চলবে না এই সময়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

এদিকে ব্যবসায়ীদের দাবি, এমন পর্যটন মরশুমে রাস্তা মেরামতের কাজ পিছিয়ে দিলে ভালো হতো। বিকল্প রাস্তা যেমন লাভা-লোলেগাঁও হয়ে সিকিমে পৌঁছনো গেলেও, সেই পথে সময় লাগবে প্রায় ৮-৯ ঘণ্টা। ফলে এক দিনে যাওয়া-আসা কার্যত অসম্ভব। কাশ্মীর পরিস্থিতির কারণে অনেক পর্যটক সিকিমমুখী হলেও, রাস্তা বন্ধের এই ঘোষণায় ভ্রমণ পরিকল্পনায় ছেদ পড়তে পারে। যদিও পর্যটকদের একাংশ জানাচ্ছেন, বর্ষায় রাস্তার বিপজ্জনক অবস্থার কথা মাথায় রেখে তারা এই সাময়িক অসুবিধাকে মেনে নিতে প্রস্তুত। এই অবস্থায় পর্যটন ব্যবসার কতটা ক্ষতি হবে, তা এখন সময়ই বলবে। তবে সকলেই চাইছেন, দ্রুত কাজ শেষ হোক এবং আবার সচল হোক বাংলা-সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।

আরও পড়ুন – নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version