Wednesday, August 20, 2025

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান করার নজির গড়লেন আন্দ্রে রাসেল(Andre Russell)। এছাড়াও ভাঙলেন রাহানের(Ajinkya Rahane) রেকর্ডও। রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই কার্যত রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স(KKR)। একইসঙ্গে ইডেনের মাটিতে এদিন একাধিক রেকর্ডেরও মালিক আন্দ্রে রাসেল(Andre Russell)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজ।

বেশ কয়েকদিন ধরেই কেকেআর-কে নিয়ে নানান কথা চলছে। আসলে যে রাসেলকে দেখতে সকলে অভ্যস্ত, তাঁকে যেন চিনতে পারছিল না নাইট(KKR) সমর্থকরা। মাঠে প্রতিদিন তার খেলা দেখার আশায় এলেও রাসেলের ব্যাট থেকে সেই চেন্না চার ছয় যেন হারিয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠেই নিজের চেনা ছন্দে ফিরলেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে নামার পর খানিক্ষণ অপেক্ষা। এরপরই ইডেনে শুরু রাসেল ঝড়।

২২ বলে অর্ধশতরান করে দলেরই অধিনায়ক অজিঙ্ক রাহানের এই মরসুমে কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গেই এদিন আইপিএলের মঞ্চে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসাবে ২৫০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন। তাঁর গোটা ইনিংস জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।

আন্দ্রে রাসেলের ৫৭ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। হিসাব করলে দেখা যাচ্ছে ৫৭ রানের মধ্যে ৫২ রানই তিনি করেছেন চার ও ছয় হাঁকিয়ে। আর সেই থেকেই ইডেন জুড়়ে শুরু রাসেল রাসেল গর্জন। এদিনের ইডেন যে রাসেল ময় তা কার্যত বলার অপেক্ষা রাখে না।

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version