Sunday, May 4, 2025

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান করার নজির গড়লেন আন্দ্রে রাসেল(Andre Russell)। এছাড়াও ভাঙলেন রাহানের(Ajinkya Rahane) রেকর্ডও। রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই কার্যত রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স(KKR)। একইসঙ্গে ইডেনের মাটিতে এদিন একাধিক রেকর্ডেরও মালিক আন্দ্রে রাসেল(Andre Russell)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজ।

বেশ কয়েকদিন ধরেই কেকেআর-কে নিয়ে নানান কথা চলছে। আসলে যে রাসেলকে দেখতে সকলে অভ্যস্ত, তাঁকে যেন চিনতে পারছিল না নাইট(KKR) সমর্থকরা। মাঠে প্রতিদিন তার খেলা দেখার আশায় এলেও রাসেলের ব্যাট থেকে সেই চেন্না চার ছয় যেন হারিয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠেই নিজের চেনা ছন্দে ফিরলেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে নামার পর খানিক্ষণ অপেক্ষা। এরপরই ইডেনে শুরু রাসেল ঝড়।

২২ বলে অর্ধশতরান করে দলেরই অধিনায়ক অজিঙ্ক রাহানের এই মরসুমে কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গেই এদিন আইপিএলের মঞ্চে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসাবে ২৫০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন। তাঁর গোটা ইনিংস জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।

আন্দ্রে রাসেলের ৫৭ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। হিসাব করলে দেখা যাচ্ছে ৫৭ রানের মধ্যে ৫২ রানই তিনি করেছেন চার ও ছয় হাঁকিয়ে। আর সেই থেকেই ইডেন জুড়়ে শুরু রাসেল রাসেল গর্জন। এদিনের ইডেন যে রাসেল ময় তা কার্যত বলার অপেক্ষা রাখে না।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version