Thursday, August 28, 2025

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

Date:

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ইসলামাবাদ। সতর্ক নয়াদিল্লি। এই অবস্থায় শনিবার রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন এক পকিস্তানি জওয়ান (Pakistan Jawan)। পাকড়াও করে বিএসএফ (BSF)। একদিকে যখন ভারতীয় জওয়ান পূর্ণম সাউ (Purnam Sau) গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাঁটাতারের ওপারে আটক, তখন ভারতীয় সেনার (Indian Army) হাতে পাক রেঞ্জার্সের এই পাকড়াও হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। এবার কি কাঁটা দিয়ে কাঁটা তুলবে ভারত? ইতিমধ্যেই প্রশ্ন আসতে শুরু করেছেন নানা মহল থেকে।

সূত্রের খবর, নিজের দেশের জওয়ানকে ছাড়াতে শনিবারই বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে পাক সেনা। সেখানে পাকিস্তানের তরফে ওই জওয়ানের মুক্তির দাবি করা হলেও আমল দিতে নারাজ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। গত ২৩ এপ্রিল বাংলার বাসিন্দা জওয়ান পূর্ণমকে ছাড়ার ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান। উপরন্ত দফায় দফায় মিটিংয়ের পর তারা জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য নাকি পাকিস্তান সেনার হাতে নেই। বিএসএফ সূত্রের খবর, রাজস্থান সীমান্ত পেরিয়ে শনিবার ভারতে ঢুকে দেশের সেনাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই পাক জওয়ান। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। ভুলবশত সীমান্ত পার হয়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়।সামরিক প্রোটকল মেনে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেই ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু পাকিস্তান এই নিয়ম মানেনি। এখন শত্রু দেশের জওয়ান ভারতের হাতে আটক হওয়ায় পাক সেনার পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকছে গোটা দেশের।

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version