মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh) ও সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে ক্লোজ করা হয়েছিল। এবার দুজনকে অফিসিয়ালি সাসপেন্ড করলো জঙ্গিপুর থানার পুলিশ (Jangipur police)। শনিবার সাসপেনশন নোটিশ ধরিয়েছেন জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ (Amit Kumar Sau)। বর্তমানে সামসেরগঞ্জ থানার দায়িত্বে আছেন সুব্রত ঘোষ (Subrata Ghosh)।

গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান ও সুতির বিস্তীর্ণ এলাকায় অশান্তির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশি অসহযোগিতার অভিযোগ করেছেন স্থানীয়রা। সেই ঘটনার পর সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। এবার সেই তদন্ত চলাকালীন ওসিসহ দুজনকে সাসপেন্ড করা হল।
–

–

–

–

–

–

–

–

–

–

–

–

–