বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

Date:

Share post:

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি খাওয়ার জন্য বারবার আদালতে মামলা করে রাজ্যের কর্মসংস্থানের পথ আটকে দেয়, সেই বিজেপি সহযোগী নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্যে যে চাকরিপ্রার্থীদের হেনস্তা হতে হবে তা বলাই বাহুল্য। সেই অশঙ্কাকে ফের একবার সত্যির করল নীতীশ কুমারের পুলিশ। শিক্ষক পদে ন্যায্য চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর জবাব চাইতেন জুটল পুলিশের লাঠি (lathi charge)।

২০২৪ সালে বিহার শিক্ষক নিয়োগের (teacher recruitment) পরীক্ষা হয়। ৮৭ হাজার ৭৭৪ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ পরীক্ষা হয়। কিন্তু নিয়োগের সময় ৫১ হাজার শিক্ষক নিয়োগ পত্র পান। যে পদে নিয়োগ বাকি রয়ে যায়, তার কোনও ফলও প্রকাশ করেনি নীতীশ সরকার। ফলে স্বাভাবিকভাবেই আন্দোলনের পথে নামেন বিহারের শিক্ষক পদপ্রার্থীরা।

প্রাথমিকভাবে বিহার শিক্ষক নিয়োগ পর্ষদ সাপ্লিমেন্টারি রেজাল্ট (supplementary result) প্রকাশ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আজও পর্যন্ত সেই ফলাফল প্রকাশ করতে ব্যর্থ বিহার স্কুল শিক্ষা দফতর। ফলে একাধিকবার নিজেদের ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনে বিহারের শিক্ষক চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে আন্দোলনের পথে নামে। হাতে প্ল্য়াকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগান দেয় তারা। আর তাতেই ভীত নীতীশ সরকার প্রথমে অবস্থানকারীদের উঠে যাওয়ার জন্য ঘোষণা করে। তাতে তারা নিজেদের অবস্থানে অনড় থাকায় শুরু হয় বেধড়ক লাঠিচার্জ (lathi charge)। বসে থাকা চাকরিপ্রার্থীদের পাশাপাশি যারা পিছনে পালানোর চেষ্টা করেন তাঁদেরও ধাওয়া করে লাঠি পেটা করে বিহার পুলিশ। গোটা ঘটনায় নীতীশ কুমার সরকারকে মূল্যহীন, দুর্বৃত্ত সরকার বলে দাবি করেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...