Monday, August 25, 2025

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই নিহতদের পরিবারকে কলকাতায় নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা বিজেপির। গেরুয়া দলের পক্ষ থেকে তাঁদের সল্টলেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) , কৌস্তভ বাগচীর মতো পদ্মনেতারা ‘অতিসক্রিয়’ হয়ে নিহতদের পরিবারকে দিয়ে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করালেও সেই আবেদন গ্রাহ্য করলেন না সিঙ্গল বেঞ্চের বিচারপতি। বরং মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত অন্যান্য মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হওয়ার কারণে নতুন দায়ের হওয়া মামলাটিকেও সেখানে পাঠালেন তীর্থঙ্কর ঘোষ।

গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। মুর্শিদাবাদের অশান্তির জেরে খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। এরপরই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতাদের সঙ্গে মিলে কলকাতা হাইকোর্টে মামলা করে নিহতের পরিবার। সিবিআই তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও করেন তাঁরা। কিন্তু এই আবেদনকে পাত্তা দিল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি সল্টলেকে বিধান নগর পুলিশের অতিশ সক্রিয়তা নিয়েও মামলা হয়েছিল। দুটি মামলা যেহেতু একসঙ্গে হয়েছে সেই কারণে বিচারপতি ঘোষ আলাদা করে দ্বিতীয়টির শুনানি না করে দুই মামলাকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version