Tuesday, May 6, 2025

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই নিহতদের পরিবারকে কলকাতায় নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা বিজেপির। গেরুয়া দলের পক্ষ থেকে তাঁদের সল্টলেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) , কৌস্তভ বাগচীর মতো পদ্মনেতারা ‘অতিসক্রিয়’ হয়ে নিহতদের পরিবারকে দিয়ে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করালেও সেই আবেদন গ্রাহ্য করলেন না সিঙ্গল বেঞ্চের বিচারপতি। বরং মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত অন্যান্য মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হওয়ার কারণে নতুন দায়ের হওয়া মামলাটিকেও সেখানে পাঠালেন তীর্থঙ্কর ঘোষ।

গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। মুর্শিদাবাদের অশান্তির জেরে খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। এরপরই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতাদের সঙ্গে মিলে কলকাতা হাইকোর্টে মামলা করে নিহতের পরিবার। সিবিআই তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও করেন তাঁরা। কিন্তু এই আবেদনকে পাত্তা দিল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি সল্টলেকে বিধান নগর পুলিশের অতিশ সক্রিয়তা নিয়েও মামলা হয়েছিল। দুটি মামলা যেহেতু একসঙ্গে হয়েছে সেই কারণে বিচারপতি ঘোষ আলাদা করে দ্বিতীয়টির শুনানি না করে দুই মামলাকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ মে (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন...

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...
Exit mobile version