Thursday, January 15, 2026

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

Date:

Share post:

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান লক্ষ্য লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে আইএসএল(ISL) থেকে কোনও বিদেশি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বাইরে থেকেই ভাল মানের বিদেশি নিতে চাইছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নানান গুঞ্জন চললেও আইএসএলের অন্যান্য কোনও ক্লাব থেকে যে এবার আর বিদেশি নেওয়ার ইচ্ছা ইস্টবেঙ্গলের নেই, তা ম্যানেজমেন্টের ইঙ্গিতেই স্পষ্ট।

গতবার আইএসএলের(ISL) মঞ্চ থেকে বিদেশি নিয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দিমিত্রি দিয়ামন্তাকসকে দলে নিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার হয়ত আইএসএল থেকে বিদেশি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে দেশীয় তারকার দিকে যে তাদের নজর রয়েছে তাও বেশ স্পষ্ট। ইতিমধ্যেই রিয়াদে বিদেশীর খোঁজে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)।

সেখানে সৌদি প্রো লিগ থেকে দুজন ফুটবলারকে স্কাউটিং করতে গিয়েছিলেন তিনি। গত সোমবারই শহরে ফিরেছেন সিংটো(Thongboi Singto)। যদিও এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেননি তিনি। শোনাযাচ্ছে দুই একদিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন থংবোই সিংটো। সেখানেই কোন কোন ফুটবলারের সঙ্গে তিনি কথা বলেছেন তা নিয়ে আলোচনা হতে চলেছে।

একইসঙ্গে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল মুম্বই সিটি এফসির সঙ্গে নাকি সোয়াপ ডিলে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তেমনটা হচ্ছে না বলেই শোনাযাচ্ছে। লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে পিভি বিষ্ণুকে(PV Bishnu) ছাড়ার কোনও সম্ভাবনাই নাকি নেই। লাল-হলুদ ম্যানেজমেন্ট আগামী মরসুমের জন্য যে বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বেশ স্পষ্ট।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...