Friday, November 14, 2025

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

Date:

Share post:

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান লক্ষ্য লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে আইএসএল(ISL) থেকে কোনও বিদেশি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বাইরে থেকেই ভাল মানের বিদেশি নিতে চাইছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নানান গুঞ্জন চললেও আইএসএলের অন্যান্য কোনও ক্লাব থেকে যে এবার আর বিদেশি নেওয়ার ইচ্ছা ইস্টবেঙ্গলের নেই, তা ম্যানেজমেন্টের ইঙ্গিতেই স্পষ্ট।

গতবার আইএসএলের(ISL) মঞ্চ থেকে বিদেশি নিয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দিমিত্রি দিয়ামন্তাকসকে দলে নিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার হয়ত আইএসএল থেকে বিদেশি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে দেশীয় তারকার দিকে যে তাদের নজর রয়েছে তাও বেশ স্পষ্ট। ইতিমধ্যেই রিয়াদে বিদেশীর খোঁজে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)।

সেখানে সৌদি প্রো লিগ থেকে দুজন ফুটবলারকে স্কাউটিং করতে গিয়েছিলেন তিনি। গত সোমবারই শহরে ফিরেছেন সিংটো(Thongboi Singto)। যদিও এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেননি তিনি। শোনাযাচ্ছে দুই একদিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন থংবোই সিংটো। সেখানেই কোন কোন ফুটবলারের সঙ্গে তিনি কথা বলেছেন তা নিয়ে আলোচনা হতে চলেছে।

একইসঙ্গে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল মুম্বই সিটি এফসির সঙ্গে নাকি সোয়াপ ডিলে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তেমনটা হচ্ছে না বলেই শোনাযাচ্ছে। লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে পিভি বিষ্ণুকে(PV Bishnu) ছাড়ার কোনও সম্ভাবনাই নাকি নেই। লাল-হলুদ ম্যানেজমেন্ট আগামী মরসুমের জন্য যে বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বেশ স্পষ্ট।

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...