Friday, December 5, 2025

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

Date:

Share post:

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান লক্ষ্য লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে আইএসএল(ISL) থেকে কোনও বিদেশি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বাইরে থেকেই ভাল মানের বিদেশি নিতে চাইছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নানান গুঞ্জন চললেও আইএসএলের অন্যান্য কোনও ক্লাব থেকে যে এবার আর বিদেশি নেওয়ার ইচ্ছা ইস্টবেঙ্গলের নেই, তা ম্যানেজমেন্টের ইঙ্গিতেই স্পষ্ট।

গতবার আইএসএলের(ISL) মঞ্চ থেকে বিদেশি নিয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দিমিত্রি দিয়ামন্তাকসকে দলে নিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার হয়ত আইএসএল থেকে বিদেশি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে দেশীয় তারকার দিকে যে তাদের নজর রয়েছে তাও বেশ স্পষ্ট। ইতিমধ্যেই রিয়াদে বিদেশীর খোঁজে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)।

সেখানে সৌদি প্রো লিগ থেকে দুজন ফুটবলারকে স্কাউটিং করতে গিয়েছিলেন তিনি। গত সোমবারই শহরে ফিরেছেন সিংটো(Thongboi Singto)। যদিও এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেননি তিনি। শোনাযাচ্ছে দুই একদিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন থংবোই সিংটো। সেখানেই কোন কোন ফুটবলারের সঙ্গে তিনি কথা বলেছেন তা নিয়ে আলোচনা হতে চলেছে।

একইসঙ্গে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল মুম্বই সিটি এফসির সঙ্গে নাকি সোয়াপ ডিলে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তেমনটা হচ্ছে না বলেই শোনাযাচ্ছে। লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে পিভি বিষ্ণুকে(PV Bishnu) ছাড়ার কোনও সম্ভাবনাই নাকি নেই। লাল-হলুদ ম্যানেজমেন্ট আগামী মরসুমের জন্য যে বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বেশ স্পষ্ট।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...