Monday, August 25, 2025

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

Date:

পূর্ব মেদিনীপুরের দিঘায় ‘জগন্নাথ ধাম’ (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো মন্দির চত্বর কিংবা জাতীয় সড়ক থেকে ‘জগন্নাথ ধাম লেখা’ সরানো হয়নি। পাশাপাশি এই সংক্রান্ত বিষয় নিয়ে ‘গুজব রটানো হচ্ছে’ বলে অভিযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন (East Midnapore District Police)।

অক্ষয় তৃতীয়ায় (৩০ এপ্রিল) দিঘার (Digha) বুকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এলাকা জুড়ে লেখা হয়েছে ‘জগন্নাথ ধাম’ কথাটি। মন্দিরের ঠিক পাশে ডান দিকে জাতীয় সড়কের উপর ইংরেজি হরফে ‘জগন্নাথ ধাম’ লেখা নীল রঙের একটি বড় কাঠামো নজরও কেড়েছিল অনেকের। উদ্বোধনের পর থেকেই প্রত্যেকদিন ভিড় বাড়ছে দিঘার মন্দিরে। ভক্ত পর্যটকদের ঢল যেন ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বের। বিতর্ক তৈরি করতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) একটি ভুয়ো ছবি পোস্ট করে লেখেন যে, জগন্নাথ ধাম (Jagannath Dham) লেখা কাঠামোটি নাকি সরিয়ে দেওয়া হয়েছে। বিভ্রান্তি তৈরি হতেই, বিজেপি নেতার মিথ্যাচারের মুখোশ টেনে খুলে দিলে পুলিশ। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ‘জগন্নাথ ধাম’ লেখা কাঠামো-বিতর্ক নিয়ে একটি বাংলা এবং ছবি-সহ তিনটি ইংরেজি এক্স পোস্ট করেছে। ছবিগুলিতে জ্বল জ্বল করছে জগন্নাথ ধাম লেখাটি। পোস্টটিতে লেখা হয়েছে— ‘‘সমাজমাধ্যমে দিঘা জগন্নাথ ধাম সম্পর্কিত বেশ কিছু ভুয়ো খবর প্রচারিত হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সমস্ত ভুয়ো খবর ছড়ানো সংক্রান্ত বিষয়ে দিঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।’’ স্পষ্ট জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট স্থান থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, বিভিন্ন গোষ্ঠীর চাপে পশ্চিমবঙ্গ সরকার দিঘা জগন্নাথ ধামের বিভিন্ন সাইনবোর্ড সরিয়ে ফেলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। ভক্ত পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। গুজব ছড়ানো এবং ভুয়ো সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে তুমুল সাড়া মিলেছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই পদক্ষেপে আপ্লুত আট থেকে আসে সকলেই। মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে হিন্দু মহাসভার নামে নাটক করে প্রচারের আলো টানতে ব্যর্থ রাজ্যের বিরোধী দলনেতা। তাই জগন্নাথ ধাম নিয়ে ভুয়ো পোস্ট করে অপপ্রচার করতে চেয়েছিলেন তিনি। আসল তথ্য প্রকাশ্যে এনে মিথ্যেবাদী শুভেন্দুর মুখোশ খুলে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version