বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

Date:

Share post:

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। সূত্রের খবর, প্রথম ধাপে সেই সব উপভোক্তাদের অর্থ ছাড়া হবে যাঁদের বাড়ির নির্মাণ কাজ লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রায় আট লক্ষ উপভোক্তা।

অর্থ দফতর জানিয়েছে, এই পর্বে প্রায় ৪৮০০ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। প্রতিটি উপভোক্তা পাচ্ছেন ১ লক্ষ ২০ হাজার টাকা। যার প্রথম কিস্তি হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্য সরকারের জারি করা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’-এ বলা হয়েছে, লিনটেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ হলেই মিলবে দ্বিতীয় কিস্তি। এই শর্ত পূরণ করতে পেরেছেন প্রায় আট লক্ষ উপভোক্তা। তবে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার উপভোক্তা কাজ শুরুই করতে পারেননি। বাকিদের নির্মাণ কাজ শুরু হলেও তা এখনও নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়নি। পঞ্চায়েত দফতরকে বাকি উপভোক্তাদের কাজ দ্রুত শেষ করতে তদারকি বাড়াতে বলা হয়েছে। দফতর সূত্রের খবর, মে মাসের মধ্যেই বাকিদেরও দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়াও, মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তাঁদের জন্য প্রথম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মে মাসেই ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আমরা সেই নির্দেশ কার্যকর করতে বদ্ধপরিকর। নজরদারি জোরদার করা হয়েছে, মে মাসেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।”

আরও পড়ুন- শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

_

_

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত 'মৃগয়া : দ্যা হান্টে'র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয়...